শেষ আপডেট: 31st January 2022 10:05
দ্য ওয়াল ব্যুরো: টি ২০ ক্রিকেটে দুর্দান্ত এক নজির গড়লেন জেসন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজের প্রথম কোনও বোলার হিসেবে চার বলে চার উইকেট নেওয়ার কীর্তি দেখালেন এই নামী বোলার। হোল্ডারের বোলিং দাপটে ক্যারিবিয়ান দল ম্যাচ জিতল, সিরিজও। এর আগে পরপর চার বলে চারটি উইকেট পেয়েছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, আফগানিস্তানের রশিদ খান ও আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার। হোল্ডারও তাঁদের বন্ধনীতে স্থান করে নিলেন। ঘরের মাঠে ব্রিজটাউন বার্বাডোজে তিনি এই দাপট দেখিয়েছেন। মূলত, হোল্ডারের বোলিং দাপটেই ওয়েস্ট ইন্ডিজ ১৭ রানে ম্যাচ জিতে যায়। পাঁচ ম্যাচের সিরিজও তারা জেতে ৩-২ ব্যবধানে। প্রথমে ব্যাটিং করে চার উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ১৭৯ রান। বিনিময়ে ইংল্যান্ড ১৯.৫ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে গিয়েছে। https://twitter.com/CricCrazyJohns/status/1488024472791957505 সিরিজের চতুর্থ ম্যাচে ইংল্যান্ড অধিনায়ক মঈন আলি পরপর ছক্কা মেরেছেন হোল্ডারের বলে। সেই মধুর প্রতিশোধ নিলেন ওই ক্যারিবিয়ান বোলার। চতুর্থ ম্যাচের ১৮তম ওভারের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে মইন চারটি ছয় মারেন মঈনকে। সেই ওভারে মোট ২৮ রান তুলেছিল ইংল্যান্ড। ব্রিটিশরা শেষ পর্যন্ত ৩৪ রানে চতুর্থ ম্যাচ জিতে নেয়। এবার সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক-সহ পরপর চার বলে চারটি উইকেট তুলে নেন হোল্ডার। ২০তম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে ক্রিস জর্ডন, স্যাম বিলিংস ও আদিল রশিদের উইকেট নিয়ে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন হোল্ডার। পঞ্চম বলে জেসন ফিরিয়ে দেন সাকিব মেহমুদকে। টানা চার বলে ৪টি উইকেট নিয়ে হোল্ডার হ্যাটট্রিক পূর্ণ করেন, সঙ্গে এক দুর্লভ কৃতিত্ব দেখিয়েছেন।