শেষ আপডেট: 12th March 2025 19:45
দ্য ওয়াল ব্যুরো: রেষারেষি নিয়ে বচসা! তা থেকে পিছু ধাওয়া করে বাইক চালককে পিষে দেওয়ার অভিযোগ উঠল চারচাকার চালকের বিরুদ্ধে।
বুধবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে সল্টলেকের (Salt Lake) খাল পাড় লাগোয়া ১২ নম্বর ট্যাংকের রাস্তায়। এলাকাটি জনবহুল হওয়ায় অভিযুক্ত গাড়ির চালককে ধরে ফেলেন স্থানীয়রা। মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ফেব্রুয়ারির শেষে পানাগড় এক্সপ্রেস ওয়েতে গাড়ির রেষারেষিতে এক তরুণীর মৃত্যুর অভিযোগ উঠেছিল। সেক্ষেত্রে সামনে এসেছিল ইভটিজিংয়ের অভিযোগ। সল্টলেকের ঘটনার ক্ষেত্রে রেষারেষি থেকে বচসাকে দায়ী করছেন অনেকে। সেই সূত্রে দুটি ঘটনার মিলও দেখছেন অনেকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত চার চাকার চালকের নাম পীযূষ আগরওয়াল। অন্যদিকে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বরানগরের বাসিন্দা আয়াজ হোসেনের।
স্থানীয় সূত্রের খবর,সল্টলেকের জিডি আইল্যান্ড থেকে এফ ই ব্লক যাওয়ার সময় চারচাকা গাড়ির মুখোমুখি হয় অ্যাপ বাইক চালক আয়াজ। দুজনের মধ্যে এক দফা বচসাও হয়। অভিযোগ, এর কিছু পরেই আয়াজের গাড়িটিকে ধাওয়া করে পীযূষ। লুকিং গ্লাসে তা দেখতে পেয়ে জোরে গাড়ি চালাতে শুরু করেন বাইক চালক।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রাস্তা খারাপ থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় আয়াজ। পিছনেই ছিল চারচাকাটি। তাতে পিষে যায় সে। এরপরই স্থানীয়রা চারচাকার চালক পীযূশকে ধরে ফেলে। তবে পুলিশের কাছে পীযূষ দাবি করেন, তিনি ইচ্ছে করে জখম বাইক চালকের ওপর গাড়ি চালাতে চাননি। এটা অনিচ্ছাকৃত দুর্ঘটনা। পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।