শেষ আপডেট: 3rd February 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: সন্দেহটা হয়েছিল এলাকাবাসীরও। গোপন সূত্রে খবর পেয়ে তক্কে তক্কে ছিল পুলিশও। এক নাবালিকাকে শারীরিক নির্যাতন করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন দক্ষিণী অভিনেত্রী ভানুপ্রিয়া। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হল আরও তিনজনকে। চেন্নাইয়ের টি নগর এলাকার বাসিন্দা অভিনেত্রীর দাবি, ওই চার নাবালিকা তাঁর বাড়িতে পরিচারিকার কাজ করে। তারা বাড়ি থেকে নানা মূল্যবান জিনিস চুরি করেছিল, তাই তাদের বকাঝকা করছিলেন তিনি। পুলিশের অভিযোগ ভিত্তিহীন। শিশু অধিকার সুরক্ষা কমিশনের আধিকারিক অচ্যুতা রাও জানিয়েছেন, চার জনের মধ্যে তিন জন নাবালিকাকে ভানুপ্রিয়া নিয়ে এসেছিল অন্ধ্রপ্রদেশ থেকে। তার পর থেকে তাদের পরিবারের লোকজনের সঙ্গে কোনও যোগাযোগ করতে দেওয়া হয়নি। তিন জনের মা পুলিশ ও শিশু অধিকার সুরক্ষা কমিশনের কাছে অভিযোগ দায়ের করে। মেয়েদের উদ্ধারের আর্জি জানায়। আরও পড়ুন:আদালত অবমাননার মামলা করল সিবিআই, আগামী কাল শুনানি, কলকাতায় আসছেন সিবিআই প্রধান ঋষি শুক্ল নাবালিকাদের অভিযোগ তাদের পেট ভরে খেতে দেওয়া হত না। বাড়ির সব কাজ তাদের দিয়ে করানো হত। সামান্য ভুল হলে চূড়ান্ত মারধর করতেন ভানুপ্রিয়া। এমনকী যৌন হেনস্থাও করা হয়েছে তাদের। তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, চতুর্থ জনের পরিবারের খোঁজ এখনও মেলেনি। বাকি তিন জনকে জিজ্ঞাসাবাদ করা চলছে। তাদের ভালো মাইনে দেওয়ার লোভ দেখিয়ে গ্রাম থেকে তুলে এনেছিলেন ভানুপ্রিয়া। ওই নাবালিকাদের শারীরিক পরীক্ষায় যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে। তাদের সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। পুলিশ ও শিশু অধিকার সুরক্ষা কমিশন সূত্রে খবর, ভানুপ্রিয়া ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে শিশু পাচার-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। আরও কোনও নাবালিকা তাঁদের হেফাজতে রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।