শেষ আপডেট: 26th January 2025 18:18
দ্য ওয়াল ব্যুরো: মাদকচক্রকে সমূলে উৎপাটন করতে বিশেষ অভিযান শুরু হয়েছে। বিএসএফের পর রোববার সকালে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার নঘাটা গ্রামে তদন্তে এল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (মাদক নিয়ন্ত্রক সংস্থা)।
বাংলাদেশে অস্থিরতার প্রভাব পড়েছে সীমান্তেও। রাজ্যের সীমানা এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে গত মাস খানেক ধরে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বিএসএফের দ্বন্দ্ব নতুন কোনও খবর নয়।
তারই মধ্যে গোপন সূত্রে খবর পেয়ে সীমান্ত সংলগ্ন মাটি খুঁড়ে বাঙ্কারের হদিস পায় বিএসএফ। সূত্রের খবর, বাঙ্কারের মধ্যে লুকানো ছিল লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। যা দেখে চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড় জওয়ানদের।
এদিন সকাল ৮টা নাগাদ স্থানীয় লাল্টু মহারাজের দু'বিঘা জমির পরিধি ও ভৌগোলিক অবস্থান পর্যালোচনা করেন মাদক নিয়ন্ত্রক সংস্থার আধিকারিকরা। মাদকের নমুনা সংগ্রহ করে বিশেষজ্ঞরা এও খতিয়ে দেখেন যে তাতে অন্য কোনও মাদকদ্রব্য মেশানো রয়েছে কি না।
শুক্রবার রাত পর্যন্ত ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিনটি বাঙ্কার। মেলে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপ ফেনসিডিল। শনিবার আরও একটি বাঙ্কারের খোঁজ পাওয়া যায়। বেলা ৩টে পর্যন্ত অভিযান চালিয়ে উদ্ধার হয় ৬২,২০০ বোতল ফেনসিডিল। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।
মাদক নিয়ন্ত্রক সংস্থার আধিকারিকরা জানান তাঁদের প্রথম লক্ষ্যই হল বিপুল পরিমাণ মাদকের উৎস খোঁজে পাওয়া। তদন্তে আগেই জানা গিয়েছিল নিরিবিলি জমিটির মালিকের নাম লাল্টু মহারাজ। স্থানীয়দের কেউ তাঁকে দেখেছেন, কেউ দেখেননি। তবে নামের সঙ্গে কমবেশি অনেকেই পরিচিত।
স্থানীয় সূত্রে খবর, নবদ্বীপের চরব্রহ্মনগর এলাকায় নাকি সম্প্রতি ডেরা তৈরি করেন 'লাল্টু মহারাজ'। স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে পুলিশ-প্রশাসন, এমনকি সাউথ পোস্টের দায়িত্বপ্রাপ্ত বিএসএফ আধিকারিকরাও জমির মালিক সম্পর্কে এখনও তেমন তথ্য পাননি।