শেষ আপডেট: 2nd September 2023 06:00
দ্য ওয়াল ব্যুরো: কয়েকশো কোটি টাকা প্রতারণার অভিযোগে জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা (Founder of jet airways arrested) নরেশ গয়ালকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ধৃত নরেশ গয়ালকে শনিবার মুম্বই আদালতে হাজির করবেন তদন্তকারীরা। চলতি বছরের মে মাসের শুরুতে তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণা মামলায় এফআইআর রুজু করেছিল সিবিআই।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৫৩৮ কোটি টাকা ঋণ নিয়েছিলেন জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা কর্ণধার নরেশ গয়াল (Naresh Goyal)। সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফে সিবিআইয়ের কাছে অভিযোগ জানানো হয়েছিল। ওই ঘটনার তদন্ত নেমে চলতি বছরের মে মাসে জেট এয়ারওয়েজের দিল্লি, মুম্বই সহ সংস্থার ৭টি অফিসে তল্লাশি চালিয়েছিল সিবিআই। ওই সময় তল্লাশি চালানো হয়েছিল নরেশ গয়ালের বাড়িতেও।
সূত্রের খবর, তল্লাশিতে বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। তারই ভিত্তিতে জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা কর্ণধার নরেশ গয়াল, তাঁর স্ত্রী অনিতা গয়াল সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর রুজু করেছিলেন তদন্তকারীরা। ওই মামলাতেই ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর এদিন ইডি অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।
আরও পড়ুন: কী হয় আদালতের মধ্যে, বিচারপতিদের সেরা রায় এবার আপনার নাগালে, বিশেষ বই প্রকাশ করল হাইকোর্ট