শেষ আপডেট: 31st July 2024 14:18
দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডের পর বাংলা। ফের রেল দুর্ঘটনা! এবার রাঙাপানিতে বেলাইন হল মালগাড়ি। গত ১৭ জুন ফাঁসিদেওয়ার রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষে ১০ জন যাত্রীর মৃত্যু হয়েছিল। একই জায়গায় ফের কী করে দুর্ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বুধবার দুপুরে টুইটে এ নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দেশের প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের রেল দুর্ঘটনা ঘটায় গভীর উদ্বেগ প্রকাশ করে টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, "আজ আরও একটি রেল দুর্ঘটনা, উত্তরবঙ্গের একই ফাঁসিদেওয়া/রাঙাপানি এলাকায়, যেখানে মাত্র ছয় সপ্তাহ আগে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। যা ঘটছে তা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন!"
Another rail accident today, in the same Phansidewa/ Rangapani area in North Bengal, where there was a most tragic accident just six weeks back!
— Mamata Banerjee (@MamataOfficial) July 31, 2024
We are very concerned about what is happening!!
কীভাবে একই জায়গায় দেড় মাসের ব্য়বধানে রেল দুর্ঘটনা ঘটল তা নিয়ে রেলের তরফে অবশ্য স্পষ্ট কোনও ব্যাখ্যা মেলেনি। তবে একের পর এক রেল দুর্ঘটনার জেরে 'রেল যাত্রাকে যম যাত্রা'র সঙ্গে তুলনা করতে শুরু করেছেন রেলযাত্রীদের অনেকে। গত ৬ সপ্তাহে একের পর এক ট্রেন দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু এবং শতাধিকের জখম হওয়ার ঘটনা ঘটেছে। এর আগে গতবছর ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় ২৯০ জনের মৃত্যু হয়েছিল।
তখনই রেল দুর্ঘটনা নিয়ে সরকারের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কথায়, "রেল কর্তৃপক্ষ কী করছে? ভারত সরকার কী করছে? সবার আগে যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একথাটা সরকার কবে বুঝবে?"
বস্তুত, গত বছর খানেকের মধ্যে বেশ কয়েকটি ভয়ঙ্কর রেল দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আর প্রতিবারই রেলের তরফে একটি যন্ত্র তথা প্রযুক্তির কথা বলা হয়েছে। তার নাম ‘কবচ’। যে যন্ত্র দুটি ট্রেনের মুখোমুখি সংঘাত বা পিছন থেকে এসে ধাক্কা মারার মতো ঘটনা রুখে দেবে। ওই কবচের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মমতা। অতীতে রেলমন্ত্রী থাকার সময়ে অ্যান্টি কলিউশন ডিভাইস লাগিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। "সেই ডিভাইস কোথায় গেল?" উঠছে সেই প্রশ্নও।
যদিও এসবের মধ্যে মঙ্গলবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী দাবি করেছেন, "আগের সরকারের ১০ বছরের তুলনায় আমরা রেলের বাজেট ৮ গুণ বাড়িয়েছি।" যা নিয়ে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। অভিযোগ, নজর ঘোরাতেই এমন দাবি করেছেন প্রধানমন্ত্রী।