শেষ আপডেট: 6 January 2024 01:54
দ্য ওয়াল ব্যুরো: টানা ১৭ ঘণ্টা জেরার পর শুক্রবার রাত ১২টা নাগাদ রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেফতার করল ইডি। রাতেই তাঁকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্স।
আজ শনিবার মেডিকেল পরীক্ষার পর প্রাক্তন পুর চেয়ারম্যানকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রের দাবি, রেশন দুর্নীতির একাধিক গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে শঙ্করের বাড়ি থেকে। উদ্ধার হয়েছে নগদ প্রায় সাড়ে আট লক্ষ টাকা। গ্রেফতারের পর ইডির গাড়িতে ওঠার সময় শঙ্কর সংবাদ মাধ্যমকে বলেন, "তদন্তকারীদের সব ধরনের সহযোগিতা করব।"
সন্দেশখালির তৃণমূল নেতা সাহাজাহান শেখের সরবেড়িয়ার বাড়িতে গিয়ে শুক্রবার সকালে মারধর খেতে হয় ইডির আধিকারিকদের। ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এদিন সন্ধে থেকেই বনগাঁয় প্রাক্তন পুর চেয়ারম্যানের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর প্রহরা বাড়ানো হয়। সূত্রের খবর, রাত ১২টা নাগাদ শঙ্করকে গ্রেফতার করে গাড়িতে তোলার আগে স্থানীয়দের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয় ইডিকে। বিক্ষোভের সামনের সারিতে ছিলেন মহিলারা। বিক্ষোভ হঠাতে মৃদু লাঠিচার্জও করা হয় বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল সাতটা নাগাদ বনগাঁর শিমুলতলায় শঙ্করের শ্বশুরবাড়িতে হানা দেয় ইডি। একইসঙ্গে তাঁর ভাইয়ের আইসক্রিম কলেও হানা দেয় ইডি কর্তারা সন্ধে ৭টা নাগাদ আইসক্রিম কল থেকে বেরোন তদন্তকারীরা।
এদিন শঙ্করের মোট তিন জায়গায় ইডি আধিকারিকরা হানা দেয়। শঙ্কর আঢ্যর বাড়ি , তারই এক কর্মী ম্যানেজার অঞ্জন মালাকারের বাড়ি এবং তার শ্বশুর বিনয় ঘোষের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা।
পুরনিয়োগ দুর্নীতির তদন্তে নেমে রেশন বণ্টন দুর্নীতির কথা জানতে পারেন গোয়েন্দারা। তারপর তদন্তে নেমে উঠে আসে চাল-আটা কলের মালিক বাকিবুর রহমানের নাম। তাঁকে গ্রেফতারের কয়েকদিনের মধ্যেই ইডির হেফাজতে আসেন জ্যোতিপ্রিয় মল্লিক। এই দু’জনকে জেরা করতে উঠে আসে রেশন দুর্নীতির একের পর এক তথ্য। তারই জেরে এবার গ্রেফতার বনগাঁর প্রাক্তন পুর চেয়ারম্যান।