শেষ আপডেট: 18th February 2023 09:08
দ্য ওয়াল ব্যুরো: কিছু কিছু মানুষ আছেন যাঁরা দৌড়তে ভালবাসেন। ‘থামা’ শব্দটি তাঁদের অভিধানে নেই। তাঁদের একটাই নেশা আরও ভাল কাজ করার ইচ্ছে। অনেক প্রতিকূলতা আসে, অনেক সমালোচনা হয়। কিন্তু তাঁরা নিজের কাজের বিষয়ে এতটাই সংকল্পবদ্ধ যে কারা কী বললেন সেই বিষয়ে পাত্তা দেন না। শুধু নিজের কাজে অবিচল থাকেন। এরকমই এক চরিত্র হলেন ময়দানের নামী প্রাক্তন ফুটবলার (Former Goalkeeper) ভুবন চট্টোপাধ্যায় (Bhuban Chatterjee)।
তিনি ডাকসাইটে ভাল গোলরক্ষক ছিলেন। বহুবার বড় দলকে রুখে জায়ান্ট কিলার তকমা পেয়েছেন। সেই মানুষটি যখন সুরের ময়দানে বড় তারকাদের টেক্কা দিয়ে চলেছেন তখনও অবাক হতে হয়।
কতটা প্রাণশক্তি থাকলে দিনের পর দিন ব্যাঙ্কের মতো একটা দায়িত্বশীল পদে থেকে কাজ করা যায়, ভুবন দেখিয়েছেন। প্রতিদিন ১০টা ৬টা ডিউটির পরেও ভুবন তাঁর স্ত্রী কাকলি চট্টোপাধ্যায়কে নিয়ে ফুল ফুটিয়ে চলেছেন।।
ইতিমধ্যেই ৩৫টি মিউজিক অ্যালবাম বের করেছেন তিনি। লিখে ফেলেছেন তিনটি বই। এমনকী ভুবনের নতুন এক সৃষ্টি ‘অর্জুন’ ফুটবলার শান্তি মল্লিকের জীবনী লেখার কাজও শেষ করেছেন।
ভুবন প্রতিদিন নিজেকে ছাপিয়ে গিয়েছেন। তিনি হয়ে উঠেছেন অনন্য। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শচীন তেন্ডুলকার কিংবা পিকে বন্দ্যোপাধ্যায় থেকে চুনী গোস্বামী, কিংবা তুলসীদাস বলরাম সবাইকে নিয়ে সুরসৃষ্টি করেছেন। আবার এভারেস্টজয়ী প্রয়াত ছন্দা গায়েন থেকে টেবল টেনিসের মৌমা দাস, সাঁতারু বুলা চৌধুরী সবাইকে নিয়ে গান লিখেছেন তিনি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির থেকে বিখ্যাত গোলরক্ষক ভাস্কর গঙ্গোপাধ্যায়, ডিফেন্ডার মনোরঞ্জন ভট্টাচার্যরা বলেছেন, ‘‘আমরা ক্রীড়া জীবনে যা পারেনি সেটাই করে দেখিয়েছে ভুবন। আমরা শুধু মাঠে নেমে খেলেছি কিন্তু ভুবন অসাধ্য সাধন করেছে। ওর শিল্প সৃষ্টি বহুদিন মানুষের মনে গেঁথে থাকবে। আমরা ওঁর জন্য গর্বিত।
ভুবন নিজেও বলেছেন তিনি একটু একটু করে এই কাজগুলোকে প্রাণ দিয়েছেন। তাঁকে সাহস দিয়েছেন সহধর্মিনী কাকলি। তাঁর কথায়, আমার কাছে বড় বিষয় হল সুর ও গানের মাধ্যমে ক্রীড়াবিদদের সৃষ্টিকে বাঁচিয়ে রাখা। আমরা বাঙালি নিমেষে সব ভুলে যাই, এই গানগুলি মানুষের মনে জায়গা করে নেবে চিরস্থায়ীভাবে।
ভুবন কোথায় থামবেন নিজেই মনে হয় জানেন না। খেলাকে ভালবেসে খেলোয়াড়দের নিয়ে সুর ও সঙ্গীত সৃষ্টি তাঁকে ব্যাতিক্রমী করেছে সন্দেহ নেই।
সেঞ্চুরি টেস্টে পূজারার শূন্য, কোটলার পিচে বিব্রত ভারতকে টানছেন বিরাট