শেষ আপডেট: 11th June 2023 05:58
দ্য ওয়াল ব্যুরো: বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কীভাবে ঘটল তা তদন্ত করে দেখছে সিবিআই। রেলমন্ত্রকের সুপারিশে তদন্ত শুরু করেছে তারা। কিন্তু দুর্ঘটনার পর থেকেই একাধিক তথ্য সামনে এসেছে। কেউ বলেছেন সিগন্যাল সমস্যার কথা, কেউ আবার বলেছেন ইন্টারলকিং গোলযোগের কথা। কেউ কেউ আবার এই দুর্ঘটনা 'ম্যান মেড' অর্থাৎ ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে বলে দাবি তোলেন। এবার সেই বিষয়টির ওপর জোর দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন দেশের বিশিষ্টরা!
গত ২ জুন বাহানাগা বাজার স্টেশনের কাছে তিনটি ট্রেনের দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা । ট্রেনগুলির ইঞ্জিন ও কামরা একে অপরের সঙ্গে জট পাকিয়ে গিয়েছিল। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ৩০০ জনের। আহতর সংখ্যা হাজার ছড়িয়েছে। এক সপ্তাহ কেটে গেলেও এখনও বহু যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন।
সেই ভয়াবহ ঘটনা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। সাম্প্রতিক অতীতে এত দুর্ঘটনা ঘটেনি। তাই কীভাবে এই দুর্ঘটনা হল তা নিয়ে নানা মহলে কৌতূহল রয়েছে। এবার সেই দুর্ঘটনা নিয়ে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি থেকে আইএএস অফিসাররা চিঠি দিলেন মোদীকে।
কী লিখল তাঁরা চিঠিতে?
চিঠিতে বলা হয়েছে, 'আমরা কর্মরত বাহিনী সম্পর্কে যথেষ্ট উদ্বিগ্ন। আমাদের দ্রুত বর্ধনশীল এবং আধুনিকীকরণ রেলওয়ের সঙ্গে সঙ্গে ঘটে যাওয়া বালেশ্বরের করমণ্ডল দুর্ঘটনা নিয়ে আমরা অত্যন্ত বিরক্ত। যদিও এখনও ঘটনার তদন্ত চলছে। তবে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে যে এটি ইচ্ছাকৃতভাবে ঘটানো ম্যান মেড এরর। সন্ত্রাসী সংগঠনের নির্দেশে নাশকতার একটি স্পষ্ট ঘটনা হতে পারে।'
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, 'আমাদের মধ্যে যাঁরা জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্ব ভারতে বিদ্রোহ বিরোধী কাজ করেছি, তাঁরা জানি রেলওয়ের গতি আটকাতে কীভাবে নাশকতার মতো ঘটনা ঘটানো হয়।' ঘটনাগুলি বন্ধ করার জন্য 'যথাযথ ব্যবস্থা' গ্রহণের পরামর্শ নিয়ে বিশিষ্টরা লিখেছেন, 'ভারতে এমন অনেক ঘটনা রয়েছে। তবে তার মধ্যে জম্মু-কাশ্মীরে আমরা একাধিক রেলওয়ের ওপর হামলার ঘটনার সাক্ষী। ১৯৯০ সালে পাঠানকোট থেকে জম্মুর রেল দুর্ঘটনার কথা মনে করা যায়। কীভাবে রেল দুর্ঘটনা ঘটনানো হয়েছিল তা অনেকেরই জানা।' তাই এইসব ঘটনা নিয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশিষ্টজনেরা।
ওড়িশায় এখনও বহু লাশ পরিচয়হীন, শনাক্তকরণে এবার এআই-নির্ভর 'সঞ্চার সাথী' কাজে লাগাচ্ছে রেল