শেষ আপডেট: 10th February 2025 12:32
দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে শুরু হয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষা। দক্ষিণবঙ্গের জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গের বনাঞ্চল, সর্বত্রই বন দফতরের বাড়তি তৎপরতা চোখে পড়ার মতো!
হবে নাই বা কেন! বর্ষশেষে টানা ১০ দিন লাস্যময়ী জিনাত যেন নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিল অভিজ্ঞ বনকর্তাদের!
পরীক্ষার্থীদের নিরাপদে জঙ্গল সংলগ্ন রাস্তা পার করে দিতে বনকর্মীদের নজরদারি তো রয়েইছে সেই সঙ্গে ঘন ঘন পেট্রোলিংও চলছে। পুরুলিয়ার জঙ্গলে ঘেরা প্রত্যন্ত গ্রাম থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, বেশ কিছু পরীক্ষার্থীকে গাড়িতে করে পরীক্ষাকেন্দ্রেও পৌঁছে দিলেন বনকর্মীরা। পরীক্ষা শেষে তাঁদের বাড়িতেও পৌঁছে দেবেন বনকর্মীরা।
সঙ্গে পুলিশ-প্রশাসনের কর্তা ব্যক্তিরা থাকলেও বনকর্মীদের তৎপরতা দেখে ঠাট্টার সুরে অনেকেই বলছেন, 'জঙ্গলমহলে এবারে তো শুধু পরীক্ষার্থীদের পরীক্ষা নয়, পরীক্ষা বন দফতরেরও'।
এ পরীক্ষা জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় বাঘ-হাতির হামলা ঠেকিয়ে পরীক্ষার্থীদের সুষ্টুভাবে পরীক্ষার ব্যবস্থা করার!
এক বনকর্তার অকপট স্বীকারোক্তি, "বছরভর হাতির আনাগোনা তো আছেই, বর্ষশেষে জিনাত যা খেলা দেখিয়েছে, পরীক্ষার মাঝে যদি আবার বাঘিনির কোনও সঙ্গী চলে আসে তাহলে আর রক্ষা থাকবে না। তাই বাড়তি তৎপরতা।"
বর্ষশেষে টানা ১০দিন বাঘিনি জিনাতের লম্ফঝম্প দেখেছিল জঙ্গলমহল। শীতেও তিরতির ঘাম ঝরেছিল বনকর্তাদের। অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার জঙ্গলমহলের বন্যপ্রাণ প্রভাবিত এলাকায় বন দফতর তাই আগে থেকে বাড়তি তৎপরতা গ্রহণ করেছিল। এদিন হাতে কলমে যা চাক্ষুষ করলেন বনাঞ্চলের বাসিন্দারা। উত্তরবঙ্গের আদলে জঙ্গলমহলের একাংশেও ‘এনার্জাইজড ফেন্সিং’ তথা বেড়ার ব্যবস্থাও করছে বন দফতর।
কারণ, আজ সোমবার থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়া হবে ৭ ফেব্রুয়ারি থেকে। সেই পরীক্ষা শুরু হবে ৩ মার্চ । স্বভাবতই এ সময়টাই বাঘ, হাতির আনাগোনার রাস্তায় বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে বন দফতর।
'পরীক্ষা'য় বন দফতর কত মার্কস পেল, তার সদুত্তর অবশ্য মিলবে ২২ ফেব্রুয়ারি বিকেলের পর। ৩ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক থুড়ি বনাঞ্চলে আবারও পরীক্ষায় বসবে আস্ত বন দফতর!