শেষ আপডেট: 2nd November 2024 11:36
দ্য ওয়াল ব্যুরো: জলপাইগুড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক চিতাবাঘকে। কিন্তু তাকে বাঁচানো যাবে কিনা, তা নিয়ে সংশয়। কারণ কাঁটাতারে আটকে গিয়ে বাঘটি গুরুতর আহত হয়েছে। ঘুমপাড়ানি গুলি মেরে তাকে উদ্ধার করা হয়। বনদফতরের কর্মীরা বাঘটিকে নিকটবর্তী পশু হাসপাতাল কেন্দ্রে নিয়ে যান।
জেলার মেটেলি ব্লকের ধূপঝোরা এলাকা থেকে এই চিতাবাঘটিকে উদ্ধার করেছেন বনদফতরের কর্মীরা। গুরুমারা অভয়ারণ্য লাগোয়া অঞ্চলে বন্যপ্রাণীদের যাতায়াত লেগেই থাকে। কিন্তু ওই অঞ্চলে জঙ্গল কেটে একদিকে যেমন চা বাগান তৈরি হয়েছে, অন্যদিকে তৈরি হয়েছে রিসর্টও। আর বন্যপ্রাণীদের থেকে সুরক্ষিত থাকার জন্য সেই সব চা বাগান এবং রিসর্টের আশেপাশে দেওয়া হয়েছে কাঁটাতারের বেড়া। তাতেই আটকে গিয়ে আহত হয় চিতাবাঘটি।
এইভাবে ব্লেড লাগানো কাঁটাতারের বেড়া দেওয়া বেআইনি বলে অভিযোগ তুলেছেন অনেকেই। কিন্তু কর্তৃপক্ষের তরফে কোনও ব্যবস্থাই করা হয় না। এদিকে কাঁটাতারের বেড়ায় আটকে যাওয়া চিতাবাঘকে দেখতে রিসর্টে থাকা লোকজন এবং বাকি পর্যটকরা ভিড় বাড়ান। চিতাবাঘটি আর্তনাদ শুনে হোটেল কর্তৃপক্ষই বনদফতরকে খবর দেয়। তাদের আধিকারিকরা যখন ঘটনাস্থলে পৌঁছন ততক্ষণে চিতাবাঘটি ছাড়ানোর চেষ্টা করতে করতে নিজেকে রক্তাক্ত করে ফেলেছে।
এই অবস্থায় দাঁড়িয়ে ঘুমপাড়ানি গুলি করা ছাড়া কোনও উপায় ছিল না বনদফতরের আধিকারিকদের কাছে। গুলি করার পর বাঘটি নিস্তেজ হয়ে পড়লে তাকে কাঁটাতারের কবজা থেকে ছাড়ানোর পর পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে জানা গেছে, বাঘটি এতটাই রক্তাক্ত হয়েছে যে তার প্রাণ সংশয় রয়েছে। আদৌ তাকে বাঁচানো যাবে কিনা, তা এখনও কেউ নিশ্চিত হতে পারছেন না।