শেষ আপডেট: 6th January 2025 21:24
দ্য ওয়াল ব্যুরো: মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনার পাঁচদিন পর সোমবার সন্ধেয় ঘটনাস্থল পরিদর্শনে এল রাজ্যের ফরেনসিক দল।
গত বৃহস্পতিবার ইংরেজ বাজার শহরের মহানন্দা পল্লীতে খুব কাছ থেকে আততায়ীরা গুলি করে খুনে করেছিল তৃণমূল নেতা দুলাল সরকারকে। এদিন রাতে চিত্রাক্ষ দে সরকারের নেতৃত্বে ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘুরে দেখেন টোটোর দোকানেও। ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনাও সংগ্রহ করেন।
মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করলেও খুনের ঘটনায় প্রধান দুই অভিযুক্ত মিডলম্যান এখনও অধরায়। ইংলিশবাজারের রেলওয়ে ব্যারাক কলোনির বাসিন্দা কৃষ্ণা রজক ওরফে রোহন ও মহানন্দাপল্লির বাসিন্দা বাবলু যাদবের খোঁজে ইতিমধ্যে পোস্টার সাঁটিয়ে পুরস্কারও ঘোষণা করেছে পুলিশ।
ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবারই দু'জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃত মহম্মদ সামি আখতার এবং টিঙ্কু ঘোষের মধ্যে আখতারের বাড়ি বিহারে। ধৃতদের জেরা করে শুক্রবার আরও পাঁচজনকে গ্রেফতার করে তদন্তকারীরা। তাদের মধ্যে আব্দুল গনি নামে বিহারের আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। এরপরই বিহার যোগের বিষয়ে নিশ্চিত পুলিশ। পুলিশ সূত্রের খবর, খুনের জন্য গত ১০ দিন ধরে রেইকি করেছিল দুষ্কৃতীরা।
পুলিশ সূত্রের খবর, বড়দিনের দিনই বাবলা সরকারের ওপর হামলার ছক কষেছিল দুষ্কৃতীরা। কিন্তু সেদিন তৃণমূল নেতার সঙ্গে প্রচুর লোকজন থাকায় প্ল্যান বদলাতে বাধ্য হয়েছিল তারা।
নিহত তৃণমূল নেতার পরিবারের দাবি, রাজনৈতিক ফায়দার জন্যই দুলালকে খুন করা হয়েছে। নিহত নেতার স্ত্রীর বক্তব্য, "পুলিশ বলছে ভাড়া করে খুন করা হয়েছে। তাহলে কে ভাড়া করল, সেটা খুঁজে বের করুক পুলিশ'। তদন্তকারীদের দাবি, এ ব্যাপারে কৃষ্ণা ও বাবলুকে ধরতে পারলেই উত্তর পাওয়া যাবে কে আসলে বড় মাথা। এরই মধ্যে ফরেনসিক দলের আগমনে নতুন কোনও তথ্য উঠে আসে কিনা, সেটাই দেখার।