শেষ আপডেট: 30th October 2024 12:54
দ্য ওয়াল ব্যুরো: জমি অন্যের। মালিকপক্ষ রাজি নন। তবু ঘটা করে হত ছট পুজো। এমনকী কলকাতা মেট্রো পলিটন ডেভলপমেন্ট অথিরিটি (কেএমডিএ) -র তরফে ওই এলাকার ছট পুজোর জন্য বিজ্ঞাপনও দেওয়া হত বলে অভিযোগ।
এ ব্যাপারে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। বুধবার ওই মামলার শুনানিতে হাইকোর্টের পুজো অবকাশকালীন বিশেষ বেঞ্চের বিচারপতি রাই চট্টোপাধ্যায় ডানিয়ে দিলেন, যাদবপুরের বেঙ্গল ল্যাম্পের পুকুরে আর ছট পুজো করা যাবে না।
বেঙ্গল ল্যাম্পের তরফে কলকাতা মেট্রো পলিটন ডেভলপমেন্ট অথিরিটি (কেএমডিএ) -র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। সংস্থার অভিযোগ, কোম্পানির তরফে বিরোধিতা করলেও কখনই তাতে কর্ণপাত করেনি কেএমডিএ। পরিবর্তে বেশ বড় করে বিজ্ঞাপন দিয়ে এই ছট পুজোর আয়োজন করা হত। ফলে কারখানা চত্বর নোংরা হত বলেও অভিযোগ করা হয় সংস্থার তরফে।
আদালতে বেঙ্গল ল্যাম্পের তরফে জানানো হয়, ২০২১ সালে কলকাতা পুরসভা ওই জায়গা অপরিষ্কার হওয়ার জন্য জরিমানা পর্যন্ত করছে। কিন্তু লাভ কিছু হয়নি। এখন সাধারণ মানুষ অবাধে প্রবেশ করে ওখানে পুকুরে পুজো করে এবং নোংরা করে।
এ ব্যাপারে রাজ্যের আইনজীবী সাবনাম দে আদালতে বলেন, কলকাতা পুরসভা যে জরিমানা করেছিল সেটা ওই এলাকা অপরিষ্কার এর কারণে । আর্ কেএমডিএ বিজ্ঞাপন দিত কারণ অনেক বছর ধরে ওখানে পুজো হয়ে আসছে।
এরপরই আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়, কারখানা কর্তৃপক্ষর জায়গায় এভাবে কেএমডিএ বিজ্ঞাপন দিয়ে পুজো করতে পারে না। এটা সম্পূর্ণ কোম্পানির জায়গা। পুজো করতে হলে কারখানা কর্তৃপক্ষর অনুমতি নিতে হবে।