শেষ আপডেট: 2nd August 2023 10:50
দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানায় সাম্প্রদায়িক হিংসার (Gurugram Clash) আঁচ লাগতে পারে রাজধানী দিল্লিতেও। বিশ্ব হিন্দু পরিষদ রাজধানীর ২৩ জায়গায় জমায়েতের ডাক দিয়েছে। পরিস্থিতি যে কোনও সময় হাতের বাইরে চলে যেতে পারে।
এই মর্মে দায়ের হওয়া মামলায় বুধবার দ্রুততার সঙ্গে পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের প্রবীণ আইনজীবী সিইউ সিং বুধবার এই আর্জি নিয়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের দ্বারস্থ হলে তিনি সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করেন। প্রবীণ আইনজীবীকে বলেন, আপনি এখনই কাগজপত্র জমা দিন। আমরা দ্রুত উপযুক্ত নির্দেশ জারি করব। সেই সঙ্গে প্রধান বিচারপতি দুই বিচারপতির একটি বেঞ্চকে বাকি মামলার শুনানি থামিয়ে দিল্লি নিয়ে মামলাটি শোনার নির্দেশ দেন।
বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এসবিএন ভাটির বেঞ্চ বলে, যে কোনও মূল্যে ঘৃণা ভাষণ আটকাতে হবে। এজন্য প্রয়োজনে প্রশাসন রাজধানীতে ১৪৪ ধারা জারি (Article 144) এবং আধা সেনা মোতায়েন করতে পারে। ঘৃণা ভাষণ আটকাতে গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা বসাতে হবে। সভা সমাবেশের ভিডিওগ্রাফিও করতে হবে।
শুধু দিল্লি নয়, হরিয়ানা এবং উত্তর প্রদেশ সরকারকেও একই নির্দেশ দিয়ে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। তবে মামলাকারির আবেদন মেনে বিশ্ব হিন্দু পরিষদের সভা বাতিল এবং ওই সংগঠনকে নিষিদ্ধ করার আর্জি মানেনি আদালত। দুই বিচারপতির বেঞ্চ বলেছে, শুধু শান্তি রক্ষা এবং ঘৃণা ভাষণ আটকাতে আদালতের তরফে এই নির্দেশ দেওয়া হল।
আরও পড়ুন: মণিপুরে ৬৫২৩ এফআইআর, গ্রেফতার মাত্র ২৫২? প্রধান বিচারপতির প্রশ্নে নিরুত্তর সরকার