শেষ আপডেট: 17th July 2024 19:40
দ্য ওয়াল ব্যুরো: বাংলার ভোটে ভরাডুবির কারণ খতিয়ে দেখতে বুধবার সায়েন্স সিটিতে বৈঠকে বসেছিল বঙ্গ বিজেপি। উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতৃত্বও। ভোটে পরাজয়ের জন্য শাসকের কারচুপি, সন্ত্রাসকেই দায়ী করেছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। বৈঠকে বিরোধী দলনেতা এও বলেন, বিজেপির সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বে ব্যর্থতা রয়েছে কিনা, তা পরে খতিয়ে দেখা হবে। আগে বাংলার গণতন্ত্রকে রক্ষা করা জরুরি।
আর পরিসংখ্যান তুলে ধরে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন, "বিজেপি হেরে গেলেও হারিয়ে যায়নি।"
পরে এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে ফের নেতৃত্বকে নিশানা করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ, বিজেপি নেতা অর্জুন সিং। অর্জুন বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ভোট হয় না, মাঠে নেমে ভোট করাতে হয়। বাংলায় বিজেপির সাংগঠনিক দুর্বলতা আছে বলেই প্রতিটি ভোটে এরকম ফল হচ্ছে।"
এখানেই না থেমে অর্জুন আরও বলেন, "সাংগঠনিক দুর্বলতা ঠিক করতে শুধু আলোচনা করলে হবে না, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।"
অর্জুন অবশ্য নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি। তবে এদিনের বৈঠকে রাজ্যের তরফে যেহেতু শুভেন্দু এবং সুকান্ত মঞ্চে ভাষণ রেখেছেন সেহেতু তাঁদেরকে ইঙ্গিত করেই অর্জুনের এমন মন্তব্য বলে মনে করা হচ্ছে। বস্তুত, এদিনের বৈঠকে ভোট বিপর্যয় নিয়ে অনেক কথা হলেও ভবিষ্যৎ কৌশলের বিষয়ে তেমন কিছু আলোচনা না হওয়ায় অর্জুনের মতো ক্ষুব্ধ দলের আরও অনেকে।
যা শুনে কটাক্ষের সুরে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের প্রতিক্রিয়া, "বিরোধীরা দুর্বল হলে শাসকের নিজের সংশোধন করার সুযোগ কমে যায়। কিন্ত বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করলে কী আর করা যাবে!"