শেষ আপডেট: 24 January 2024 06:14
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ফের বিপত্তি বন্দে ভারত এক্সপ্রেসে। একাধিক কামরার পাদানি ভেঙে যাওয়ায় প্রায় এক ঘণ্টা ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে রইল আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস।
রেলসূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭.৩৫ মিনিট নাগাদ একাধিক কামরার পাদানি ভেঙে যাওয়ায় বর্ধমান রামপুরহাট লুপলাইনের ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে পরে আপ হাওড়া নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। কোনও কারণে প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা লাগায় একাধিক কামরার সিড়ি ভেঙে যায় বলে অনুমান। প্রায় ঘণ্টাখানেক ধরে মেরামতির পর সকাল ৮.৩৭ মিনিট নাগাদ গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেনটি।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ঘণ্টাখানেক ট্রেনটি দাঁড়িয়েছিল ভেদিয়া স্টেশনে। বেশ কয়েকটি কামরার পাদানি ভেঙে পড়েছিল। প্ল্যাটফর্মে ধাক্কা খেয়েই এমন ঘটনা বলে অনুমান। তবে অন্য ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। যাত্রীরাও নিরাপদে আছেন। মঙ্গলবার বিকেলে ১২০৪১ আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা ঘটে খানা জংশন রামপুরহাট লুপ লাইনের ঝাপটার ঢাল স্টেশনের কাছে। এ ব্যাপারে কৌশিক মিত্র জানান, কয়েকটি বাচ্চা আপ শতাব্দী এক্সপ্রেসকে লক্ষ্য করে ঢিল ছুড়েছিল। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।