শেষ আপডেট: 24th December 2024 15:42
দ্য ওয়াল ব্যুরো: রেশন কারচুপি ঠেকাতে সামগ্রী বিলির সময় ‘পস মেশিন’ চালু রাখার নির্দেশ জারি করেছে খাদ্য দফতর। এবার গ্রাহকদের মোবাইল নম্বর নথিভুক্ত করাও বাধ্যতামূলক করার নির্দেশ দিল খাদ্য দফতর।
খাদ্য দফতর সূত্রের খবর, রেশন বণ্টনে স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে যাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বরের সংযোগ নেই, তাদের সামগ্রী বিলিও বন্ধ রাখা হয়েছে।
খাদ্য দফতর সূত্রের খবর, রাজ্যে মোট নথিভুক্ত রেশন গ্রাহকের সংখ্যা ২ কোটি ৯ লক্ষ। এর মধ্যে ১ কোটি ৩২ লক্ষ রেশন গ্রাহক পরিবারের মোবাইল নম্বরের সঙ্গে রেশন কার্ডের সংযোগ রয়েছে। অর্থাৎ এখনও ৭৭ লক্ষ গ্রাহকের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বরের সংযোগ নেই।
খাদ্য দফতরের আশঙ্কা, এর মধ্যে বহু কার্ড ভুয়ো থাকতে পারে। আবার অনেকে হয়তো রেশন কার্ডে সামগ্রী নাও তুলতে পারেন। ফলে সংশ্লিষ্ট কার্ডগুলি থেকে রেশন সামগ্রী কারচুপির আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তারই জেরে এবার রেশন কার্ডের সঙ্গে মোবাইল সংযোগ বাধ্যতামূলক করা হল বলে মনে করা হচ্ছে।
খাদ্য দফতরের তরফে অবশ্য বলা হচ্ছে, শুধু রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনা নয়, মোবাইল নম্বরের মাধ্যমে খাদ্য দফতর বিভিন্ন তথ্যও গ্রাহকদের সরবরাহ করে থাকে। ফলে মোবাইল সংযোগ করা থাকলে খাদ্য দফতর সংক্রান্ত বিভিন্ন তথ্যও তাঁরা পেয়ে যাবেন।