শেষ আপডেট: 23rd December 2021 08:44
দ্য ওয়াল ব্যুরো: ভোর চারটের সময় নিষিদ্ধ মাদক নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। মাদক লুকিয়েছিলেন প্যান্টের ভিতর। কিন্তু শেষ রক্ষা হল না। পুলিশের নজরদারিতে ধরা পড়ে গেলেন তিনি। মাদক লুকিয়ে রাখার কায়দা দেখে অবাক পুলিশও। ঘটনাটি ঘটেছে ফ্লোরিডায়। ভোর চারটের সময় রাস্তায় তখনও সূর্যের আলো ভাল করে ফোটেনি। কিন্তু সেই আধো আলোতেই হেডলাইট না জ্বালিয়ে ছুটছিল গাড়ি। তা দেখেই গাড়িটিকে আটকায় পুলিশ। তল্লাশি চালিয়ে দেখা যায়, প্যান্টের ভিতর যৌনাঙ্গের চারপাশে মাদক লুকিয়ে রেখেছেন ওই ব্যক্তি। ছিল ডিইউআই এবং মারিজুয়ানা। শুধু তাই নয়, ওই গাড়ির সিটের নীচে বন্দুকও রাখা ছিল বলে অভিযোগ। পুলিশের জেরার মুখে চালক জানিয়েছেন, ওই মাদক তাঁর নিজের জন্য নয়। কিন্তু কার জন্য, তা আর বলতে পারেননি তিনি।