আবার করোনা আক্রান্তের হদিশ মিলল - প্রতীকী ছবি
শেষ আপডেট: 17 May 2024 15:07
দ্য ওয়াল ব্যুরো: করোনাকাল ফেলে এসেছে সকলে। ২০২০-২১ সালের স্মৃতি আর কেউই মনে রাখতে চায় না। কিন্তু করোনা আমাদের ভুলছে কোথায়! আবার কলকাতা শহরে ফিরে এল সেই রোগের ত্রাস। গত এক সপ্তাহে পাঁচজনের দেহে কোভিড ভাইরাস মিলেছে শহরে। স্বাভাবিকভাবেই নতুন করে আশঙ্কার পরিবেশ তৈরি হয়েছে।
করোনার নতুন ভ্যারিয়েন্ট কেপি.২ এখন মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে সকলের। বিগত কয়েক সপ্তাহ ধরে দেশের মধ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে। শুধু মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ১০০ ছুঁয়েছে। এরই মধ্যে আবার বাংলায় নতুন করে করোনা রোগীর সন্ধান মিলল। যদিও স্বস্তির বিষয় এই, ৫ জন আক্রান্তের মধ্যে বর্তমানে ২ হাসপাতালে ভর্তি রয়েছে। বাকিরা বাড়ি ফিরে গেছেন।
ভাইরাস সংক্রমণের পর ১ বছরের মাথায় করোনা ভ্যাকসিন আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল অনেকেই। টানা প্রায় ১ বছর ধরে টিকাকরণ চলে দেশে। কিন্তু এখন সেই টিকা নিয়েই প্রশ্ন উঠেছে। কারণ ভারতে দেওয়া কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন দুই টিকারই ভয়ানক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে বলে প্রমাণ মিলেছে। এমনকী এই টিকা নিয়ে মৃত্যু হয়েছে এমন অভিযোগে আদালতে মামলাও হয়েছে। সবথেকে বড় কথা, ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাও এই পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার করেছে।
এমন পরিস্থিতিতে কেউই যে আর কোনও রকম কোভিড ভ্যাকসিন নিতে চাইবে না সেটা স্পষ্ট। তাই আবারও করোনার সংক্রমণ বাড়তে শুরু করলে কী ব্যবস্থা নেবে প্রশাসন সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।