শেষ আপডেট: 5th December 2024 14:16
দ্য ওয়াল ব্যুরো: কৃষ্ণনগরের সাংসদ, তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি মহুয়া মৈত্রর বিরুদ্ধে এবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন দলেরই নদিয়া জেলার পাঁচ বিধায়ক।
তাঁদের অভিযোগ, জেলায় মহুয়া যেভাবে দল পরিচালনা করছেন তাতে তাঁদের পক্ষে সংগঠনের কাজ করা সম্ভব নয়। তাই জেলায় সংগঠনকে রক্ষা করতে হলে মহুয়াকে অবিলম্বে জেলা সভাপতির পদ থেকে সরানো হোক বলেও চিঠিতে লিখেছেন তাঁরা।
এ ব্যাপারে মহুয়ার প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। মহুয়ার ঘনিষ্ঠ মহলের দাবি, এমন চিঠিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না মহুয়া। আপাতত তিনি দিল্লিতে সংসদের অধিবেশন নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে চিঠির কথা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে, বিশেষত শাসকদলের অন্দরে জোর শোরগোল তৈরি হয়েছে।
সূত্রের খবর, দলের নদিয়ার পাঁচ বিধায়ক মহুয়ার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন। এরা হলেন-কৃষ্ণনগর দক্ষিণের উজ্জ্বল বিশ্বাস, চোপড়ার রুকবানুর রহমান, কালিগঞ্জের নাসিরুদ্দি আহমেদ, করিমপুরের বিমলেন্দু সিংহ রায়
এবং পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য।
মহুয়ার বিরুদ্ধে কী অভিযোগ দলের এই পাঁচ বিধায়কের? দলীয় সূত্রের খবর, সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে সম্প্রতি নদিয়ার ১৭৮ জন বুথ সভাপতি এবং ১৭ জন অঞ্চল সভাপতি পদে বদল এনেছেন মহুয়া। উজ্জ্বল বিশ্বাস, রুকবানুর রহমান, বিমলেন্দু সিংহ রায়দের অভিযোগ, এই রদবদলের বিষয়ে সাংগঠনিকস্তরে কোনও আলোচনা করেননি মহুয়া। উপরন্তু জেলায় যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই সব লোককেই মহুয়া পদে বসিয়েছেন।
বস্তুত, লোকসভা ভোটের সময় একাংশ বিধায়কের বিরুদ্ধে দলের হয়ে কাজ না করার অভিযোগে প্রকাশ্যে সরব হয়েছিলেন মহুয়া। এবার তাঁর বিরুদ্ধেই জেলায় দলের সমান্তরাল সংগঠন চালানোর বড় অভিযোগ আনলেন দলের পাঁচ বিধায়ক।