Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা
Howrah Miscreants

মাদক খাইয়ে যাত্রীদের সর্বস্ব লুঠের আগেই হাওড়া স্টেশনে পাকড়াও পাঁচ দুষ্কৃতী

আরপিএফ আধিকারিকরা জানান, দেওয়ালি এবং ছটপুজো উপলক্ষে অনেকেই এখন বাড়ি ফিরতে উদ্যোগী। তাই হাওড়া স্টেশনে যাত্রীদের চাপ খুব বেশি। এই ভিড়ের সুযোগ নিয়েই ওই দুষ্কৃতীরা ট্রেনে উঠে যাত্রীদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তাদের মাদক মেশানো ঠান্ডা পানীয় অথবা জল এগিয়ে দেন। দুষ্কৃতীদের পাতা ফাঁদে পা দিলেই ওই যাত্রীর সর্বস্ব লুঠ করে চম্পট দেয় তারা।

মাদক খাইয়ে যাত্রীদের সর্বস্ব লুঠের আগেই হাওড়া স্টেশনে পাকড়াও পাঁচ দুষ্কৃতী

শেষ আপডেট: 2 November 2023 08:15

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ট্রেনের মধ্যে মাদক খাইয়ে যাত্রীদের সর্বস্ব লুঠ করার একটি বড়সড় চক্রকে পাকড়াও করল আরপিএফ। বুধবার হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আপ মিথিলা এক্সপ্রেস। ট্রেনের অসংরক্ষিত কামরায় ওঠার জন্য তখন হুলস্থুল চলছে। সেই ভিড়েই মিশেছিল পাঁচ দুষ্কৃতী।

এই পাঁচজনের মধ্যে কয়েকজন আগেও বেশ কয়েকটি মামলায় ধরা পড়েছিল। কর্তব্যরত আরপিএফ কর্মীরা এদের চিনতে পারেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অন্যান্য আরপিএফ আধিকারিকদের। পুলিশ ঘিরে ফেলে দলটিকে।পাঁচ দুষ্কৃতীকেই হাতেনাতে ধরে ফেলে। তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে আরপিএফ জওয়ানরা মাদক, ঠান্ডা পানীয় এবং বেশ কিছু জলের বোতল উদ্ধার করে।

আরপিএফ আধিকারিকরা জানান, দেওয়ালি এবং ছটপুজো উপলক্ষে অনেকেই এখন বাড়ি ফিরতে উদ্যোগী। তাই হাওড়া স্টেশনে যাত্রীদের চাপ খুব বেশি। এই ভিড়ের সুযোগ নিয়েই ওই দুষ্কৃতীরা ট্রেনে উঠে যাত্রীদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তাদের মাদক মেশানো ঠান্ডা পানীয় অথবা জল এগিয়ে দেন। দুষ্কৃতীদের পাতা ফাঁদে পা দিলেই ওই যাত্রীর সর্বস্ব লুঠ করে চম্পট দেয় তারা।

 গত কয়েক মাসে হাওড়া ডিভিশনে পরপর এমন বেশ কয়েকটি ঘটনা ঘটায় নড়েচড়ে বসে আরপিএফ। স্পেশাল অ্যান্টি ড্রাগ স্কোয়াড তৈরি করা হয়। ওই টিম চলন্ত ট্রেনে ও প্ল্যাটফর্মে নজরদারি শুরু করে। এর ফলেই গতকাল ধরা পড়ে দুষ্কৃতীদের দলটি। আরপিএফ এর পক্ষ থেকে ধৃতদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা তাদের অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছেন আধিকারিকরা। হাওড়া স্টেশনের জিআরপির হাতে তুলে দেওয়া হয় ওই দুষ্কৃতীদের। বৃহস্পতিবার হাওড়া আদালতে তোলা হবে তাদের।


ভিডিও স্টোরি