শেষ আপডেট: 12th March 2025 23:59
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি ও শিক্ষাবন্ধু সমিতির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় আরও এক ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সৌম্যদীপ মাহাত, যিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের স্নাতক স্তরের ছাত্র।
পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেলে সৌম্যদীপকে জিজ্ঞাসাবাদের জন্য যাদবপুর থানায় ডেকে পাঠানো হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাতেই তাঁকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হবে। তদন্তকারীদের দাবি, ১ মার্চ রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন লাগানোর ঘটনায় সৌম্যদীপ প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।
এই ঘটনার তদন্তে এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনী মহম্মদ সাহিল আলিকেও গ্রেফতার করেছে পুলিশ। সাহিল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে একটি বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। তিনি গল্ফ গ্রিনের বিজয়গড় এলাকার বাসিন্দা।
বিশ্ববিদ্যালয়ের এই অগ্নিসংযোগের ঘটনায় ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। শিক্ষাঙ্গনে এই ধরনের ঘটনার জেরে নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নও উঠে আসছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অন্য অভিযুক্তদেরও খোঁজ চলছে।