শেষ আপডেট: 10th April 2023 06:02
দ্য ওয়াল ব্যুরো: ভারতকে হিন্দুরাষ্ট্র (Hindu Rashtra) ঘোষণার দাবি বহু পুরনো। সেই লক্ষ্যে কাজ করে চলেছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ ও তাদের সহযোগী সংগঠন। দিল্লিতে রবিবার হিন্দু রাষ্ট্র পঞ্চায়েত (Hindu Rashtra Panchayat) নামে একটি সংগঠন উত্তর-পূর্ব দিল্লিকে (North-East Delhi) হিন্দু রাষ্ট্রের প্রথম জেলা হিসাবে ঘোষণা করেছে।
প্রসঙ্গত, ২০২০-তে রাজধানীর ওই এলাকা ভয়াবহ দাঙ্গার শিকার হয়। দুই সম্প্রদায়ের মোট ৫৩জন নিহত হন। আহত হন সাতশোর বেশি। এখনও দুই সম্প্রদায়েরই কিছু মানুষ এলাকা ছাড়া বলে স্থানীয়দের দাবি।
রবিবারের অনুষ্ঠান থেকে হিন্দু রাষ্ট্র পঞ্চায়েত উত্তর-পূর্ব দিল্লির বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে সংখ্যালঘুদের বাড়ি ভাড়া না দিতে। সংখ্যালঘুদের কাছে জমি-বাড়ি বিক্রি না করতেও আর্জি জানিয়েছে ওই সংগঠন।
ওই অনুষ্ঠানের আয়োজক বিজেপি নেতা তথা হিন্দু ইউনাইটেড ফ্রন্টের প্রধান জয় ভগবান গয়াল। উপস্থিত ছিলেন বিজেপি সংসদীয় বোর্ডের সদস্য তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যনারায়ণ জতিয়া ও উত্তর দিল্লির প্রাক্তন মেয়র অবতার সিং।
জতিয়া অবশ্য সেখানে কোনও বিতর্কিত মন্তব্য করেননি। তিনি বলেন, যারা নিজেদের ভারত মাতার সন্তান মনে করেন তারা সকলেই ভাই-বোন এবং প্রত্যেককে ধর্ম নির্বিশেষে এই পরিবারে স্বাগত। দিল্লি বিজেপির এক মুখপাত্র বলেছেন, ওই অনুষ্ঠানের সঙ্গে দলের কোনও সম্পর্ক ছিল না। গয়ালও কোনও দলীয় পদে নেই। তিনি সেখানে বলেন, কোনও হিন্দুর অন্য ধর্মের লোকের কাছে বাড়ি বা দোকান বিক্রি কিংবা ভাড়া দেওয়া উচিত নয়।
মোদীর ডিগ্রি বিতর্কেও ভিন্ন সুর পাওয়ারের, আদানি ইস্যুতে আগেই বেসুরো