শেষ আপডেট: 11th March 2025 16:07
দ্য ওয়াল ব্যুরো: পুলিশকে লক্ষ্য করে গুলি (Firing) চালাল দুষ্কৃতীরা। তবে অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনও পুলিশ কর্মী জখম হননি।
সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) রাজনগর থানা এলাকার আড়ালি গ্রামে। ঘটনার নেপথ্যে ঝাড়খন্ডের মাদক পাচার চক্রের যোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
তল্লাশিতে নেমে ইতিমধ্যে গুলি কাণ্ডে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ জানান, ধৃতদের থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ফাঁকা কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোমবার রাতে আড়ালি গ্রামের সেতুতে পাহারা দিচ্ছিলেন এএসআই মদন সরকার ও আরও দুই পুলিশকর্মী। সে সময় দুটি বাইকের চালক ও আরোহীদের দেখে সন্দেহজনক মনে হওয়ায় তাদের থামাতে যায় পুলিশ। তখনই পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। তবে কারও গায়ে গুলি লাগেনি।
এরপরই রাতভর তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হবে। গোটা ঘটনায় শোরগোল তৈরি হয়েছে জনমানসেও।