শেষ আপডেট: 18th February 2025 11:52
দ্য ওয়াল ব্যুরো: সোমবার শুভেন্দু অধিকারী-সহ ৪ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে বিধানসভা থেকে। শুভেন্দুর বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগ উঠেছে। বিষয়টির তীব্র বিরোধিতা করে রাজ্যের বিরোধী দলনেতার ভূমিকার কড়া সমালোচনা করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর কথায়, 'আমাদের মাথা হেঁট হয়ে গেছে।'
সাসপেন্ড হওয়ার পর শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, হিন্দুদের পক্ষে কথা বলায় তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তাই তিনি গর্ব অনুভব করছেন। তাঁর এই ধরনের মন্তব্যেরই নিন্দা করেছেন ফিরহাদ হাকিম। তিনি এদিন বলেন, ''সংবিধান বলছে আমরা ধর্মনিরপেক্ষ হয়ে কাজ করি। যে কঠোর উন্মাদ সেও এমন কথা বলতে লজ্জা পায়। তাই এমন কথা বিরোধী দলনেতার থেকে শুনে আমরা লজ্জিত।'' শুভেন্দুর উদ্দেশে ফিরহাদের বার্তা, ''এই পাপ আপনাকে সহ্য করতে হবে, মনে রাখুন।''
ফিরহাদের সুরেই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও শুভেন্দুকে নিশানা করেছেন। তাঁর কথায়, ''বিরোধী দলনেতা শপথ নিয়েছেন। তার পরেও সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে, ধর্ম নিয়ে বিভাজন করছেন। বিরোধী দলনেতা তাঁর গরিমা নষ্ট করেছেন, তাঁর চেয়ারের সম্মান নষ্ট করেছেন।'' ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দেওয়া হয়েছে। 'হিন্দুত্ব' নিয়ে তিনি যা মন্তব্য করেছিলেন, তার প্রেক্ষিতেই এই নোটিস। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই নোটিস পাঠিয়েছেন।
বিধানসভা থেকে সাসপেন্ড হওয়ার পর শুভেন্দু বিধানসভা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বয়কট করার ডাক দেন। জানান, মঙ্গলবার বিধানসভা কক্ষে যখন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন ঠিক সেই সময় বিধানসভার বাইরে দাঁড়িয়ে ফেসবুক লাইভ থেকে তিনি বক্তৃতা দেবেন। দলের তরফে নির্দিষ্ট সময়ের আগে মানুষের কাছে ওই ফেসবুক লাইভের লিঙ্ক পৌঁছে দেওয়া হবে।
সরস্বতী পুজোয় কিছু স্কুল, কলেজকে পুজো করার জন্য হুমকি, শাসানির মুখোমুখি হতে হয়েছিল। এ বিষয়ে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টেও। আদালতের নির্দেশে পুলিশি ঘেরাটোপে কয়েকটি স্কুলে পুজো হয়। এ নিয়েই সোমবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনতে চান বিজেপি বিধায়করা। তবে অভিযোগ ওঠে, স্পিকার বিমান বন্দ্য়োপাধ্যায় তা একতরফা ভাবে খারিজ করে দেন। এরপরই শুরু হয় হইহট্টগোল।
শুধু ওয়ালে নেমে বিক্ষোভ দেখানো নয়, স্পিকারকে উদ্দেশ্য করে কাগজও ছোড়েন বিরোধী দলনেতা। যে কারণে সোমবার থেকে শুভেন্দু-সহ চার বিজেপি বিধায়ককে ৩০ দিনের জন্য সাসপেন্ড করেছেন স্পিকার।