শেষ আপডেট: 10th April 2023 08:11
দ্য ওয়াল ব্যুরো: এবার থেকে কলকাতা পুরসভার সমস্ত পার্কিংয়ের ক্ষেত্রে ই-টেন্ডার (E-Tender) করা হবে বলে জানালেন মেয়র ফিরহাদ ববি হাকিম (Firhad Hakim)। তিন দিন আগে পার্কিং ফি নিয়ে প্রশাসনের অন্দরে খানিক জলঘোলা হলেও, শেষমেশ পুরনো হারেই পার্কিং ফি থাকছে! যদিও আজ, সোমবার ই-টেন্ডারের কথা ঘোষণা করলেও, ফি নিয়ে নতুন করে আর কিছু বলতে চাননি ফিরহাদ।
এদিন ফিরহাদ হাকিম বলেন, ওপেন টেন্ডার হলে অনেকেই টেন্ডার ফেলতে দেন না বলে অভিযোগ আসে। তাই এবার থেকে কলকাতা পুরসভার সমস্ত টেন্ডারই ই-টেন্ডার হবে। রাজ্য সরকারের ফিন্যান্স রুলস মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।
কলকাতা পুরসভায় পার্কিংয়ের দায়িত্বে থাকা দেবাশিস কুমার অবশ্য এই পার্কিং নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
বিস্তারিত আসছে...
সকাল সকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল, আধঘণ্টা পরে পৌঁছলেন রেজিস্ট্রার ও উপাচার্য