শেষ আপডেট: 18th March 2023 14:24
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার দলীয় বৈঠকে নাম করে ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) মুখ বন্ধ রাখতে বলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার দেখা গেল 'দিদি'র কথা অক্ষরে অক্ষরে পালন করছেন ববি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কবিতার লাইন বললেন তিনি। বললেন, 'কণ্ঠ আমার রুদ্ধ আজি, বাঁশি সঙ্গীতহারা…'!
ব্যাপারটা কী?
শনিবার পুরসভার 'টক টু মেয়র' অনুষ্ঠানে সাংবাদিকরা একাধিক প্রশ্ন করেছেন তাঁকে। তার মধ্যে যেমন ছিল পুরসভা সংক্রান্ত প্রশ্ন, তেমন ছিল রাজনৈতিক প্রশ্নও। ববি আগে সব প্রশ্নেরই উত্তর দিতেন সাবলীল ভঙ্গিমায়। কোনও বল জাজমেন্ট দিয়ে ছাড়তেন না। কিন্তু শনিবার দেখা গেল পুরসভার সংক্রান্ত প্রশ্ন ছাড়া বেশিরভাগ বিষয়ই এড়িয়ে গেছেন। তেমনই এক প্রশ্নের উত্তরে ফিরহাদ বললেন, 'পুরসভা নিয়ে প্রশ্ন থাকলে বলুন।' তারপরই আওরালেন রবীন্দ্রনাথের কবিতা।
গতকাল দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সকলের সামনেই ববিকে উদ্দেশ্য করে বলেন, 'ববি তুই বেশি কথা বলছিস। কর্পোরেশন নিয়ে বলবি। তার বাইরে কোনও বিষয়ে তোকে কথা বলতে হবে না। বলার আগে আমায় জিজ্ঞেস করে নিবি।'
রাজনৈতিক মহলের অনেকের মতে, মমতার কথায় শুনেই সংযত হয়েছেন ফিরহাদ। সম্প্রতি ডিএ আন্দোলন নিয়ে ববিকে নানান মন্তব্য করতে দেখা গিয়েছে। যা নিয়ে বিরোধীরা যেমন সোচ্চার হয়েছেন তেমনই দলের মধ্যেও কানাঘুষো হচ্ছিল। দল যে ববির কথাগুলো খুব একটা ভালভাবে নিচ্ছে না, তা গতকাল মমতার কথা থেকেই স্পষ্ট। তাই রাজনৈতিক প্রশ্নে আজ মুখ বন্ধই রাখলেন ববি।