শেষ আপডেট: 18th July 2023 04:44
নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু-কয়লা পাচার কেলেঙ্কারি নিয়ে উপর্যুপরি অভিযোগে বাংলায় শাসক দল কিছুটা অস্বস্তিতেই রয়েছে। তার উপরে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের কিছু পর্যবেক্ষণ সরকার ও শাসক দলের উপর আরও চাপ তৈরি করেছে। প্রশ্ন উঠেছে তৃণমূলের একাংশ নেতার ‘আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি’ নিয়ে। এ হেন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিজে থেকেই তাঁর আয়,ব্যয় ও সম্পত্তির হিসাব দিলেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
এখানে বলে রাখা ভাল, রাজ্য মন্ত্রিসভার সব সদস্যেরই মুখ্যমন্ত্রীর সচিবালয়ে প্রতি বছর নিয়ম করে আয় ও সম্পত্তির হিসাব দেওয়ার কথা। কেন্দ্র ও রাজ্যে একই নিয়ম। এমনকি সরকারের শীর্ষ পদে থাকা আমলাদেরও তা মেনে চলতে হয়। কিন্তু অনেক সময়ে বহু মন্ত্রী নিয়ম করে তা দেন না বলেও অভিযোগ।
গত বছর এই জুলাই মাসেই নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের তৎকালীন শিল্প ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থর 'বান্ধবী' অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৫০ কোটি টাকা। সেই সঙ্গে প্রচুর গয়না। তাছাড়া অনেক স্থাবর সম্পত্তিরও হদিশ পেয়েছেন গোয়েন্দারা। পার্থ চট্টোপাধ্যায়ের আয়ের সঙ্গে যা সঙ্গতিপূর্ণ নয় বলেই কেন্দ্রীয় এজেন্সির দাবি। একই ভাবে গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলেরও আয়ের সঙ্গে সম্পত্তির সঙ্গতি পায়নি ইডি তথা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর সপরিবার বিদেশ ভ্রমণের জন্য আয়ের উৎস্য নিয়ে ধন্ধ রয়েছে।
এই সাত সতেরোর মধ্যেই সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীকে ববি হাকিম আয় ও সম্পত্তির হিসেব দিয়েছেন। তা অনেকের নজরে পড়েছে। নবান্নের অলিন্দেও তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভরা ক্যাবিনেটে নিজের সম্পত্তির হিসেব তথ্য, আয়কর রিটার্ন ববি মুখ্যমন্ত্রীকে দেওয়ায় অন্যদের উপরেও চাপ তৈরি হয়েছে। সূত্রের মতে, মন্ত্রিসভার অনেক সদস্য বুঝতে পারছেন না, ববি নিজেই থেকেই এটা দিলেন, না মুখ্যমন্ত্রী ববিকে তা করতে বলে অন্যদের বার্তা দিলেন।
এর আগে নারদ কাণ্ডে নাম জড়িয়েছিল ফিরহাদের। গ্রেফতারও হয়েছিলেন তিনি। অভিযোগ ছিল, তিনি টাকা নিয়েছিলেন। ববি অবশ্য দাবি করেছিলেন, তাঁকে ফাঁসানো হয়েছে।
নবান্নের এক আমলার কথায়, নিয়ম হল তথ্যের অধিকার আইনে কেউ চাইলে মন্ত্রিসভার কোনও সদস্যের আয় ব্যায়ের হিসাব জানতে চাইতেই পারেন। ফলে এখন কেউ আরটিআই করলে পুরমন্ত্রীর সম্পত্তির হিসাব সরকারের থেকে জানতে পারেন।
'শুধু রাজনৈতিক মামলা শোনার সময় নেই আদালতের', বিরক্ত বিচারপতি