শেষ আপডেট: 19th August 2023 07:50
দ্য ওয়াল ব্যুরো: দালালরাজ ঠেকাতে জন্মের শংসাপত্র আবেদনের ব্যবস্থা অনলাইনে করে দিয়েছে কলকাতা পুরসভা (Kolkata Municipality)। পুরসভার নিজস্ব ওয়েবসাইটে গিয়ে জন্মের শংসাপত্রের আবেদন করা যায়। এমনকি শংসাপত্র পাওয়ার তারিখও জানা যায় সংশ্লিষ্ট ওয়েবসাইটে। আসল নথি নিয়ে গিয়ে দেখালেই মেলে শংসাপত্র।
ফিরহাদ বলেন, “অসাধুচক্র বন্ধ করতেই পুরসভায় (Kolkata Municipality)অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। জন্মের শংসাপত্রের জন্য এক টাকাও লাগে না। কিন্তু গরিব মানুষ অনলাইনের বিষয়টি জানেন না। সেই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে অসাধুচক্র।”
কীভাবে দালালচক্রকে হাতে নাতে ধরলেন ফিরহাদ?
পুরসভার কাজকর্মের হাল হকিকত দেখতে ফি বৃহস্পতিবার গার্ডেনরিচ রোডের বরো অফিসে বসেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) । জানা গেছে, সেখানে এলাকার এক মহিলা ফিরহাদের সঙ্গে দেখা করেন। অনুরোধের সুরে তিনি ফিরহাদকে বলেন, “আমরা গরিব মানুষ। চার্জটা একটু কমিয়ে দিতে বলুন না।” মহিলার কথা শুনে সন্দেহ হয় ফিরহাদের। মহিলাকে জিজ্ঞেস করে তিনি জানতে পারেন, ওই মহিলার তিনটি বাচ্চার জন্মের শংসাপত্রের জন্য দালালরা শিশু পিছু ৬ হাজার টাকা চেয়েছে!
বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় ফোন করেন মেয়র। প্রমাণ সহ দালালকে ধরতে পুলিশের সঙ্গে নগদ টাকা দিয়ে পাঠান নিজের নিরাপত্তারক্ষীকে। দালাল টাকা নেওয়ার সময়ই তাকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের গা-ছাড়া মনোভাবেই ছাত্রের মৃত্যু! পুলিশি তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য