শেষ আপডেট: 2nd September 2023 14:11
দ্য ওয়াল ব্যুরো: কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জল জমে যাচ্ছে কলকাতার বহু জায়গায়। কোথাও গোড়ালি ডোবা, কোথায় আবার জল উঠছে হাঁটু পর্যন্ত। শুক্রবার 'টক টু মেয়র' অনুষ্ঠানে এমন অভিযোগ আসে মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কাছে। শহরের জল-নিকাশি ব্যবস্থা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছিলেন মেয়র। সেই ক্ষোভের কথা জানতে পেরে মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং (Tarak Singh) কিছুটা অভিমানী হয়েই জানান, ইস্তফা দেবেন তিনি। শনিবার ফিরহাদের ফোন পান তারক। তারপরই মত বদলান তিনি।
'টক টু মেয়র' অনুষ্ঠানে শহরবাসী নানান অভিযোগ নিয়ে ফোন করেন। সেইসব অভিযোগ শোনেন মেয়র। সমাধানও করেন। শুক্রবার তেমনই একটি ফোন আসে, ফোনের ওপার থেকে একজন জানান ফিরহাদকে, 'এলাকায় জল জমে আছে। আপনি বলেছিলেন লোক আসবে। কেউ তো আসেনি। আমাদের কী করণীয় এখন?' যা শুনে ফিরহাদ বলেন, 'আপনাদের তো এখানে কিছু করণীয় নেই। যা করার পুরসভা করবে।'
গতকাল এমন বেশ কয়েকটি ফোন আসে, যেখানে একই অভিযোগ করা হয়। সব অভিযোগ শুনে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন মেয়র। তিনি বলেন, ‘আধিকারিকরা কোনও কাজ করেন না। ঘরে বসে থাকেন। আর এলাকায় এলাকায় জল জমে থাকে। আমাদের মিথ্যে রিপোর্ট দিয়ে যাচ্ছে।’ তারপর ফিরহাদ বলেন, 'আমাকে তারকদা (তারক সিং) হোয়াটসঅ্যাপ করে কোথাও জল জমে নেই জানান। কিন্তু আমি অভিযোগ পাচ্ছি, জল জমে রয়েছে।'
এই ক্ষোভের কথা শুনে কিছুটা অভিমান হয় তারকের। তিনি প্রকাশ্যেই ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। যা শুনে ফিরহাদ ফোন করেন তারককে। সূত্রের খবর, বেশ কিছুক্ষণ দু'জনের মধ্যে কথা হয়। এই ফোনের ব্যাপারে তারক জানান, 'উনি (ফিরহাদ হাকিম) আমাকে ফোন করেছিলেন। উনি আমাকে বলেছেন, আমি আপনাকে কোনওভাবে আঘাত করতে চাইনি, তেমন ইচ্ছেও নেই। আপনার কাজে আমি খুশি।' শেষে জানান যে, এখনই তিনি ইস্তফা দিচ্ছেন না।
আরও পড়ুন: ফের ডেঙ্গিতে মৃত্যু শহরে, বেহালার পর এবার নিউ আলিপুর, প্রাণ গেল যুবতীর