শেষ আপডেট: 16th September 2023 13:46
দ্য ওয়াল ব্যুরো: শনিবার দুপুরে কলকাতা পুরসভার (KMC) অধিবেশন কক্ষের মধ্যে তৃণমূল-বিজেপি কাউন্সিলরদের মধ্যে হাতাহাতির (TMC-BJP Councillor Clash) ঘটনা ঘটেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, পুরসভার ইতিহাসে বেনজির ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম রাজ্য-রাজনীতি। এমন আবহে কলকাতা পুরসভার ঘটনা নিয়ে মেয়র ও ডেপুটি মেয়রের মধ্যে মতানৈক্য দেখা গেল। মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) যখন বলছেন, বর্তমানের শাসক দলের কাউন্সিলররা বাম জমানায় বিরোধী ছিলেন, এমন কটূক্তি করেননি। যদিও ডেপুটি মেয়র অতীন ঘোষের (Atin Ghosh) গলায় শোনা গেল অন্য সুর!
শনিবাসরীয় দুপুরে পুরসভায় অধিবেশন চলাকালীন চলাকালীন তৃণমূল ও বিজেপি দুই দলের কাউন্সিলরদের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। ঘটনা গড়ায় মারামারিতে। এই ঘটনার যেসব ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গেছে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের দিকে রে রে করে তেড়ে যাচ্ছে তৃণমূল কাউন্সিলর অসীম বসু। তারপর এই ঘটনায় জড়িয়ে পড়েন অন্যান্য কাউন্সিররা। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় ফিরহাদকে।
তৃণমূলের অসীম বসুর অভিযোগ, বিরোধী বেঞ্চ থেকে সমানে কটূক্তি করা হচ্ছিল। বিজেপির পাল্টা অভিযোগ, তাদের কাউন্সিরদের ধাক্কা মারা হয়। এই ঘটনায় অসীম বসু ও সজল ঘোষ, দু'জনকেই শোকজ করা হয়েছে।
ফিরহাদ এখানেই থেমে থাকেননি। তিনি আরও বলেন, 'আমরা যে নেত্রীকে ভগবান মনে করি, তাঁর নামে যা ইচ্ছে বললে আমি মাথা ঠান্ডা রাখব, তা হয় না। আমরা বিজয় মালিয়া, নীরব মোদীকে চোর বলি। কিন্তু কখনও মোদী চোর, মোদী চোর বলি না। যদিও আজ যেটা হয়েছে সেটা অনভিপ্রেত।'
যদিও ফিরহাদের পথে হাঁটেননি ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি বলেন, 'আমরা যখন বিরোধী দলের হয়ে প্রতিনিধিত্ব করতাম তখন আমাদের দিক থেকে বামফ্রন্টের মেয়র ও মেয়র পারিষদদেরও নানান ধরনের আক্রমণ করা হত।'
এরপরই অতীন বলেন, 'আজ বিরোধী দলের বেঞ্চ থেকে কটূক্তি করা হয়েছে এটা ঠিক। তা বলে গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন না করে, রে রে করে তেড়ে যাওয়া উচিত হয়নি। অসীম বসুর উচিত ছিল চেয়ারপারসন মালা রায়ের দৃষ্টি আকর্ষণ করা। তাঁর কাছে গিয়ে বিজেপি কাউন্সিলরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রতিবাদ জানানো।' অসীম বসুর এহেন আচরণ নিয়ে ভবিষ্যতে দলের মধ্যে আলোচনা হবে বলেও জানান অতীন ঘোষ।
আরও পড়ুন: কলকাতা পুরসভায় ধুন্ধুমার, তৃণমূল-বিজেপি কাউন্সিলরদের হাতাহাতি!