শেষ আপডেট: 18th May 2024 10:53
দ্য ওয়াল ব্যুরো: চলন্ত বাসে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল আটজনের। গুরুতর অগ্নিদগ্ধ আরও ২৪ জন। শুক্রবার রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে হরিয়ানার নুহ জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বাসে ৬০ জন যাত্রী ছিলেন। তীর্থ করে ফেরার পথে আচমকা চলন্ত বাসে আগুন লেগে যায়। গভীর রাত হওয়ায় বাসের সিংহভাগ যাত্রী ঘুমিয়ে পড়েছিলেন। ফলে প্রাথমিক আত্মরক্ষার সুযোগটুকুও অনেকে পাননি বলে মনে করা হচ্ছে।
আটজন তীর্থযাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে হরিয়ানা রাজ্য প্রশাসন। তবে, কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়।
প্রশাসন সূত্রের খবর, উত্তরপ্রদেশের মথুরা, বৃন্দাবন হয়ে বাসটি লুধিয়ানায় ফিরছিল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে হরিয়ানার নুহ জেলার কুন্ডলি-মানেসার জাতীয় সড়কে।
গভীর রাতে দাউ দাউ করে জ্বলতে শুরু করে বাস। চালক কোনওমতে বাসটি থামান। বেশিরভাগ যাত্রীই তখন ঘুমোচ্ছিলেন। আচমকা এমন ঘটনায় হুলস্থুল পড়ে যায়। সকলে আর্তনাদ করতে থাকেন। চিৎকার শুনে এগিয়ে আসেন স্থানীয় মানুষজন। তাঁরা প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয়দের সহযোগিতায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে প্রশাসন। জানা যাচ্ছে, মৃত এবং আহতরা হোশিয়ারপুর, লুধিয়ানা এবং চণ্ডীগড়ের বাসিন্দা।
অন্যদিকে শনিবার ভোরে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় জাতীয় সড়কে বাস উল্টে ২ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত আরও ৪০ জন যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রের খবর, বাসটি দ্রুত গতিতে ছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।