শেষ আপডেট: 17th October 2024 11:51
দ্য ওয়াল ব্যুরো: ফের কলকাতার এক পরিত্যক্ত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ বেলেঘাটার ওই কারখানার তেলের ট্যাঙ্কারে আগুন লেগে যায় বলে খবর।
ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকলের আটটি ইঞ্জিন। শেষ পাওয়া খবর আগুন এখনও নিয়ন্ত্রনে আসেনি।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কারখানায় মজুত রাসায়নিক থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এদিন সকালে আগুন লাগার বিষয়টি প্রথমে নজরে আসে স্থানীয়দের। পরে দমকলে খবর দিলেও স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান।
কারখানাটি বেলেঘাটার ক্যানাল ওয়েস্ট রোডে অবস্থিত। সেটি দীর্ঘদিন বন্ধ থাকার কারণে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন নেভাতে ফোম ব্যবহার করা হচ্ছে বলে দমকল সূত্রে খবর।
সূত্রের খবর, এদিন প্রথমে দমকলের ৫ ইঞ্জিন এলেও পরে আগুনের তীব্রতা বেশি থাকার কারণে আরও তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। শেষ পাওয়া খবর, এখনও পর্যন্ত দমকলের আট ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করছে। তবে আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। স্থানীয়দের মতে, কারখানাটির পাশেই বহু মানুষের বসবাস। আগুন সেখানে ছড়িয়ে পড়লে আরও বড় সমস্যা হতেই পারত।