Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
রুমকি-ঝুমকির জুটির আর নেই! প্রয়াত ঝুমকি রায়, শোকস্তব্ধ দেবশ্রীমেয়ের ইনসুলিনের টাকা ছিল না, ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের মাথায় গুলি চালালেন হতভাগ্য বাবাসকালে চূড়ান্ত ব্যস্ততা, সময় বাঁচাতে ব্রেকফাস্টে রোজ স্মুদি খাচ্ছেন, শরীরের ক্ষতি করছেন না তো?এ বছর সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে আইএমডিবি-র লিস্টে পয়লা নম্বরে রয়েছে যে সিনেমাবিয়ের আগেই গর্ভবতী হন নেহা! এনিয়ে স্পষ্ট বললেন, 'সমস্যা কোথায়, আমি তো অঙ্গদকে ডেট করতাম'বিহারে ভোটার তালিকা সংশোধনীতে স্থগিতাদেশ নয়, আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্টজঙ্গলের পাশে গাড়ির মধ্যে মদের আসর, তৃণমূল নেতা ও বিজেপি নেত্রীকে হাতেনাতে ধরলেন স্থানীয়রাবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! মিষ্টিতে ওষুধ মিশিয়ে প্রেমিকার গর্ভপাত করালেন ব্যক্তিবাবা হওয়ার মাত্র ২০ দিন পরই ডিউটিতে ফিরেছিলেন! যুদ্ধবিমান দুর্ঘটনা আর ফিরতে দিল না বাড়িতেইংল্যান্ড সিরিজে চারখানা বিশ্বরেকর্ড ভাঙতে পারেন শুভমান, যার তিনটির মালিক ডন ব্র্যাডম্যান

টালিগঞ্জে নামী প্রযোজনা সংস্থার গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ১৫টি দমকল ইঞ্জিন

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে দক্ষিণ শহরতলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড (fire)! টালিগঞ্জে (Tollygaunge) এক নামী প্রযোজনা সংস্থার গোডাউনে (godown) বিধ্বংসী আগুন। এদিন ভোরবেলা আগুন লাগে সেখানে। স্থানীয় বাসিন্দারাই তা দেখতে পেয়ে খবর দেয় দমকলে। আগুন লাগার

টালিগঞ্জে নামী প্রযোজনা সংস্থার গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ১৫টি দমকল ইঞ্জিন

শেষ আপডেট: 12 October 2022 21:30

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে দক্ষিণ শহরতলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড (fire)! টালিগঞ্জে (Tollygaunge) এক নামী প্রযোজনা সংস্থার গোডাউনে (godown) বিধ্বংসী আগুন। এদিন ভোরবেলা আগুন লাগে সেখানে। স্থানীয় বাসিন্দারাই তা দেখতে পেয়ে খবর দেয় দমকলে। আগুন লাগার খবর পেয়ে প্রথমে ৫টি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। তবে আগুন বাগে আনা যায়নি। এরপর আরও ১০টি দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছয়। এখনও আগুন নেভানোর কাজ চলছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল ৭টার কিছু আগে আগুন লাগে ওই গোডাউনে। যেহেতু গোডাউনের আশেপাশে প্রচুর আবাসন রয়েছে, তাই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে দমকল এসে দ্রুত কাজ শুরু করে। এখন ১৫টি ইঞ্জিন একসঙ্গে আগুন নেভানোর কাজ করছে। ফলত আতঙ্ক কিছুটা কমেছে।

সূত্রের খবর, এদিন সকালে স্থানীয় কয়েকজন প্রথম ওই গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখেন। এরপর মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে ছোটাছুটি করতে থাকে সবাই। অনেকেই সেই গোডাউনের সামনে ভিড় জমান। আগুনের তীব্রতায় বিকট শব্দে ফেটে ভেঙে পড়ে গোডাউনের টিনের শেডটি।

যদিও এদিন আগুন লাগার পর একঘণ্টা পেরিয়ে গেলেও সেই প্রযোজনা সংস্থার কাউকেই সেখানে দেখা যায়নি। এখনও অবধি এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর মেলেনি। তবে যেহেতু এটি একটি প্রযোজনা সংস্থার গোডাউন, তাই ভিতরে অত্যাধুনিক ও দামি ক্যামেরা, ইলেক্ট্রনিক জিনিসপত্র থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে সেসব মূল্যবান সামগ্রী পুড়ে গিয়ে কয়েক কোটি টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে সেই প্রয়োজন সংস্থার।

তবে কীভাবে এই আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয় দমকলকর্মীদের কাছে। তাঁরা কেউই সামনাসামনি মুখ খুলতে চাইছেন না। তবে কারও কারও মতে, শর্ট সার্কিট থেকেই হয়তো কোনওভাবে আগুন লেগে থাকতে পারে ওই গোডাউনে। পরে এই বিষয়টি খতিয়ে দেখা হবে। আপাতত আগুন নেভানোটাই প্রাথমিক লক্ষ্য।

বাঘের আতঙ্কে ঘুম ছুটল সোদপুরে, লাঠিসোটা হাতে রাত পাহারায় বাসিন্দারা


ভিডিও স্টোরি