শেষ আপডেট: 21st February 2023 14:29
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার (Kolkata) বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে আগুন (Fire Broke out at Hospital) লাগার ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেল ৫টার কিছু পরে হাসপাতাল বিল্ডিংয়ের বাইরের দিকের স্টোররুমে মধ্যে থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে।
হাসপাতাল সূত্রে খবর, যে স্টোররুমে এই আগুন লাগে তার ঠিক পাশে ছিল জরুরি বিভাগ। সেখানে বেশ কয়েকজন রোগী ভর্তি ছিলেন। তড়িঘড়ি জরুরি বিভাগের একাংশ থেকে রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। কোনও বড়সড় বিপদ না ঘটলেও আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।
জানা গেছে, ওই হাসপাতালে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে সন্ধ্যা ৭ নাগাদ অবধিও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে আগুনের তীব্রতা তেমন নেই বলে খবর দমকল সূত্রে।
কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে স্টোররুম থেকে আগুন আশপাশ জায়গায় ছড়িয়ে পড়েনি।
ছাত্রের অভাবে ধুঁকছে চন্দননগরের নামী স্কুল, বাঁচাতে এগিয়ে এলেন প্রাক্তনীরা