শেষ আপডেট: 5th March 2025 16:45
দ্য ওয়াল ব্যুরো: চলন্ত ট্রেনে আগুন! ঘটনার জেরে বুধবার দুপুরে তীব্র আতঙ্ক ছড়াল বক্সার-টাটানগর এক্সপ্রেসে।
অগ্নিকাণ্ডের জেরে মাঝপথে থামিয়ে দেওয়া হয় ট্রেন। আতঙ্কে যাত্রীদের অনেকে ট্রেন থেকে নেমেও পড়েন। খবর পেয়ে টাটানগর থেকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল সুরক্ষা বাহিনী।
কী কারণে আগুন লাগল, তা অবশ্য স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে রেলের অনুমান, শর্ট সার্কিটের জেরেই এ ঘটনা।
জানা যাচ্ছে, বক্সার থেকে এদিন দুপুরে পুরুলিয়ায় ঢোকার মুখে আচমকা ট্রেনটিতে আগুন লেগে যায়। কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন চালক। কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। ঘটনার জেরে সংশ্লিষ্ট রুটে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।