শেষ আপডেট: 23rd September 2023 10:57
দ্য ওয়াল ব্যুরো: শনিবার হামসফর এক্সপ্রেসে (Humsafar Express train) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রথমে ইঞ্জিনে আগুন লাগে, সেই আগুন (Fire breaks out) দ্রুত ছড়িয়ে পড়ে অন্যান্য কামরায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দ্রুত গোটা ট্রেন খালি করে দেওয়া হয়েছে বলে খবর।
জানা গেছে, শনিবার দুপুরে তিরুচ্ছিরাপল্লি থেকে শ্রী গঙ্গানগরগামী হামসফর এক্সপ্রেসে আগুন লাগে। গুজরাতের ভালসাদ স্টেশনের কাছে ঘটনাটি ঘটেছে। ইঞ্জিন থেকেই আগুন ছড়িয়েছে বাকি জায়গায়। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে।
ঘটনা নজরে আসার সঙ্গে সঙ্গেই ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। দ্রুত ট্রেন খালি করার কাজ শুরু হয়। রেল সূত্রে খবর, এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা।
এই ঘটনার বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। সেখানে দেখা যাচ্ছে, ট্রেনের বাইরে আতঙ্কিত যাত্রীরা দাঁড়িয়ে আছেন। আশপাশের এলাকা থেকে বহু লোকজন জড়ো হয়েছেন ট্রেনের সামনে। উদ্ধারকাজে প্রথমে হাত লাগান স্থানীয়রাই।
গত মাসেই তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে চলন্ত ট্রেনে এমনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আতঙ্কে ট্রেন খালি করার জন্য হুটোপুটি পড়ে গিয়েছিল। পদপৃষ্টে ১০ জনের মৃত্যু হয়। স্বভাবতই এদিনের অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগ ছড়িয়েছে। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: লাগাতার বৃষ্টিতে নাগপুর যেন আস্ত নদী, খেলনার মতো ভাসছে গাড়ি, বাড়ির ভিতর কোমর-জল