বৃহস্পতিবার সকালে হঠাৎই পিচ কারখানার কাছে কালো ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে খবর দেওয়া হয় দমকলে।
ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 3 July 2025 06:48
দ্য ওয়াল ব্যুরো: সাঁকরাইলের আলমপুরে পিচ কারখানায় আগুন। গল গল করে বেরোচ্ছে কালো ধোঁয়া। ঘটনাস্থলে দমকলের ৪টে ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
বৃহস্পতিবার সকালে হঠাৎই পিচ কারখানার কাছে কালো ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে খবর দেওয়া হয় দমকলে। কিন্তু দমকল পৌঁছনোর আগেই আগুনের তীব্রতা বেড়ে যায়। স্থানীয়রাও আগুন নেভাতে সাহায্য করতে শুরু করেন।
ঠিক কী কারণে আগুন লাগল, তা জানা যায়নি। কাজের দিন হওয়ায় কারখানায় কেউ আটকে রয়েছে কি না সে নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়দের একাংশ। যেভাবে আগুনের তীব্রতা বাড়ছে তাতে এখনই কিছু জানাতে পারছেন না দমকল কর্মীরা।