শেষ আপডেট: 21st November 2023 12:19
দ্য ওয়াল ব্যুরো: ফের হাওড়ার গুদামে বিধ্বংসী আগুন। সোমবারের পর মঙ্গলবারেও হাওড়াতে একই ঘটনা ঘটল। গতকাল হাওড়ার ফোরশোর রোডের জুটমিল আগুন লেগেছিল। আর মঙ্গলবার ঘুসুড়ি এলাকার প্লাস্টিকের গুদামে আগুন লাগার ঘটনা ঘটল। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন।
ঘটনাটি ঘটেছে, হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায়। জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ ওই প্লাস্টিকের গুদামে আগুন লাগে। গুদামের ভিতরে দাহ্য পদার্থ থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
আগুন নেভানোর কাজে প্রথমে হাত লাগান স্থানীয়রাই। আশপাশের বিল্ডিং থেকে জল ছুড়তে থাকেন। খবর দেওয়া হয় দমকলে। খবর পাওয়া মাত্রই দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে দমকলকর্মীদের।
যেসময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই সময় গুদামটি বন্ধ ছিল। কোনও কর্মী ছিলেন না। তাই হতাহতের সম্ভাবনা নেই বললেই চলে। তবে বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কীভাবে আগুন লাগল তা জানা যায়নি এখনও। দমকলকর্মীদের অনুমান, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগে থাকতে পারে। গত একমাসেই হাওড়া জেলায় পরপর অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে। নিছকই দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, সেই সংশয় থাকছে বলে মত ওয়াকিবহাল মহলের।