শেষ আপডেট: 28th September 2024 13:40
দ্য ওয়াল ব্যুরো: শিলিগুড়ির বিধান মার্কেটে বড়সড় অগ্নিকাণ্ড। একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর মিলেছে। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণ আনতে খানিকটা সময় লাগবে বলেই অনুমান।
ঠিক কী কারণে এই আগুন লেগেছে তা এখনও স্পষ্ট হয়নি। অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় যে বড় আর্থিক সঙ্কটের মুখে পড়তে চলেছেন বহু ব্যবসায়ী তা আন্দাজ করা যাচ্ছে। পুড়ে ছাই হয়েছে একাধিক দোকানের একাংশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের ৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
এদিকে দমকলের পরিষেবা নিয়ে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের একাংশ ক্ষোভ প্রকাশ করে। অভিযোগ, তাদের সবকটি ইঞ্জিন ঠিকমতো কাজ না করায় আগুন নেভানোর কাজে বিঘ্ন ঘটেছে। তবে স্বস্তির বিষয়, ঘটনায় কোনও হতাহতের খবর নেই। কেউ গুরুতর আহতও হননি। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে না আনতে পারলে আরও বিরাট ক্ষতির আশঙ্কা রয়েছে।
শেষ পাওয়া খবর অনুযায়ী, মার্কেটের ১৫টির বেশি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে শেষমেশ সাহায্য নেওয়া হয়েছে বিএসএফ-এরও। আগুন ছড়িয়ে যাওয়ার ফলে মার্কেট এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত, তা এখনও স্পষ্ট নয়।