শেষ আপডেট: 21st September 2024 22:43
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বিগত কয়েক মাসে। এবার জেলা থেকেও একই খবর এল। হুগলির চাঁপদানিতে অবস্থিত একটি জুটমিলে ভয়াবহ আগুন লাগে শনিবার। এই ঘটনায় কয়েক কোটি টাকার পাট পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনও মৃত্যুর খবর নেই।
ডালহৌসি জুটমিলের দুটি গুদামে ভয়াবহ আগুন লেগেছিল। কারখানার ভিতরে ফায়ার ফাইটিং সিস্টেম ভালো থাকা সত্ত্বেও শ্রীরামপুর, চাঁপদানি এবং ভদ্রেশ্বর থেকে তিনটি দমকল ইঞ্জিন পৌঁছায়। আগুন নেভানোর কাজে ব্যস্ত থাকে। রাত দশটা পর্যন্ত দুটি ইঞ্জিন কাজ করছিল।
কারখানার প্রেসিডেন্ট রঞ্জন কুমার মোহিন্তা, অ্যাকাউন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনের ম্যানেজার নবল কিশোর রাঠী এবং পার্সোনাল ম্যানেজার মুক্তেশ্বর সিং উপস্থিত থেকে আগুন নেভানোর কাজ তদারকি করেন। রাঠী জানিয়েছেন যে, দুপুরে ১০ নম্বর গুদামে হঠাৎ করে আগুন লাগে এবং তা ১১ নম্বর গুদামেও ছড়িয়ে পড়েছিল।
কিন্তু কীভাবে এই আগুন লেগেছে তা স্পষ্ট নয়। যদিও অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ক'দিন আগে মৌসুনী দ্বীপের একটি রিসর্টের একটি কটেজে আচমকাই আগুন লাগে। স্থানীয়দের মতে, মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। দুর্ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার ফেটেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে ঠিক কটা সিলিন্ডার ফেটে দুর্ঘটনা তা স্পষ্ট হয়নি।