শেষ আপডেট: 21st November 2022 11:19
দ্য ওয়াল ব্যুরো: একশো দিনের কাজের প্রকল্পে টাকা পাওয়া না পাওয়া নিয়ে কেন্দ্র-রাজ্য চাপানউতর চলছেই। আজ এই বিষয়ে বিধানসভায় সরব হন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firahad Hakim)। কেন্দ্রের উদ্দেশে রাজ্যের মন্ত্রী বলেন, টাকা আটকে দিয়ে আপনারা আমাদের টাইট দিচ্ছেন না। টাইট দিচ্ছেন রাজ্যের গরিব মজদুরদের।
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প বাংলায় নাম বদলে রাজ্য সরকারের বলে চালানো হচ্ছে, অভিযোগ দিল্লির। বিজেপি (BJP) নেতারাও এই বিষয়ে গলা ছড়িয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে।
আজ তথ্য পরিসংখ্যান সহ এই ব্যাপারে রাজ্যের পাল্টা বক্তব্য তুলে ধরেন ফিরহাদ। রাজ্য সরকারের বক্তব্য, প্রকল্পের নামের ডগায় কেন শুধু প্রধানমন্ত্রীর নাম থাকবে?
মন্ত্রী বলেন, বাংলার মানুষের কাছে প্রধানমন্ত্রীর নাম গুরুত্বপূর্ণ না বাংলার মানুষ গুরুত্বপূর্ণ? বাংলাকে যে স্কিমে টাকা দিচ্ছে, সেটা বাংলার মানুষের ট্যাক্সের টাকা দিচ্ছে। গুজরাতের টাকা দিচ্ছে না।
তিনি আরও বলেন, ৪৪,৬৩৮ কোটি টাকা ২০১৮-১৯ সালে কেন্দ্র বাংলা থেকে নিয়ে গেছে। এই টাকার একটা অংশ কেন্দ্রের দেওয়ার কথা। জিএসটি, এক্সাইজ, কাস্টমস ডিউটি, সেস বাবদ কয়েক লক্ষ কোটি টাকা এরা নিয়ে যায়। তারপরও আমাদের টাকা দিচ্ছে না।
ফিরহাদ বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্র দেয় ৪৩ শতাংশ টাকা। ৫৭ শতাংশ টাকা বাংলার মানুষ দেয়৷ ৪৩ শতাংশ টাকার বিনিময়ে কেন প্রকল্প কেন্দ্রের নামে হবে? গ্রামের একাধিক প্রকল্প কেন্দ্র দেয় ৪০ শতাংশ।কলকাতা শহরর জন্য প্রকল্প কেন্দ্র মাত্র ২৫ শতাংশ অর্থ দেয়। রাজ্য দিয়ে থাকে ৭৫ শতাংশ।
স্বচ্ছ ভারত মিশনে কেন্দ্র ও রাজ্য ৫০ শতাংশ করে অর্থ দেয়।
ফিরহাদ বলেন, তাহলে তোমার নাম থাকবে। আমার নাম থাকবে না কেন? সবটাই বাংলার টাকা। তুমি তো আলাদা ফান্ড দিচ্ছো না।
পুরমন্ত্রী বলেন, এভাবে টাকা আটকানো যায় না। ভারতের সংবিধান অনুযায়ী টাকা দিতে হবে৷ আপনি আমাকে টাইট নয়। টাইট দিচ্ছেন গ্রামের মজদুরকে। দিন আনা দিন খাওয়া মানুষকে। মস্তানি করে, চিৎকার করে রাজনীতি হয় না। প্রকল্পের নামে প্রধানমন্ত্রী লেখা থাকলে, আমাদের মুখ্যমন্ত্রী থাকবেন।
অযৌক্তিক রেফার বন্ধ হোক, প্রসূতি মৃত্যু ঠেকাতে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর