শেষ আপডেট: 6th November 2024 17:42
দ্য ওয়াল ব্যুরো: কেউ ব্যবসায়ীদের ওপরে জুলুম করলে থানায় এফআইআর করার পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বুধবার বিকেলে পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন মঞ্চ থেকে একথা বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মমতা বলেন, "কেউ যেন জুলুম না করে, জুলুম করলে এফআইআর করবেন।"
পোস্তা, বড়বাজারের বাঙালির চেয়ে অবাঙালির বসবাস বেশি। কারও বাড়ি বিহারে, তো কারও উত্তরপ্রদেশে। বাংলাকে নিজের বাড়ি ভাবার আহ্বান জানিয়ে অবাঙালিদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "এই এলাকা তো মিনি ইন্ডিয়া। কিন্তু আপনারা কী খান, কী পরেন, আপনার জাত কী, ধর্ম কী- এসব নিয়ে তো আমরা কখনও প্রশ্ন করি না। বাংলা এমন জায়গা যেখানে সকলে মিলেমিশে থাকতে পারে।"
এই প্রসঙ্গেই মমতা এও মনে করিয়ে দেন, তিনি শুধু ভোটের সময় আসেন না, সারা বছরই মানুষের পাশে থাকেন। মুখ্যমন্ত্রীর কথায়, "এটা তো মানবেন আমি শুধু ভোটের জন্য এখানে আসি না। এখানকার ৩টে সিটে বিজেপিই জেতে। ওটা কথা নয়। কিন্তু আমরা ৩৬৫ দিন মানুষের পাশে থাকি।"
নাম না করে বিজেপিকে কোকিলের সঙ্গে তুলনা করে মমতা এও বলেন, "কোকিল কুহু কুহু করে চলে যায়। কাক রোজ আসে। কাকের ডাক পছন্দ নাও হতে পারে। কিন্তু মনে রাখবেন, কাকই কিন্তু প্রতিদিন আসে!"
কোভিডের সময় বন্ধ পোস্তা বাজারকে যে তিনিই ধীরে ধীরে খুলিয়েছিলেন, এদিন তাও স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের তরফেও মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বলা হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও তিনি কিন্তু প্রতিটি দিকে নজর রাখেন। ব্যবসায়ীদের একাংশ সরকারি জুলুম নিয়ে অনুযোগ প্রকাশও করেন। এরপরই বক্তৃতা দিতে উঠে পরামর্শের সুরে ব্যবসায়ীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, অন্যায়কে প্রশ্রয় দেবেন না। কেউ জুলুম করলে পুলিশে এফআইআর করুন।