শেষ আপডেট: 15th August 2022 19:10
দ্য ওয়াল ব্যুরো: ফিফা সোমবারই নয়া ফতোয়া দিল ভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF Election FIFA)। তারা জানিয়ে দিয়েছে, ২৮ অগস্ট যে সর্বভারতীয় ফুটবল সংস্থার যে নির্বাচন (Election) হবে, সেখানে ভোটার তালিকায় প্রাক্তন ফুটবলারদের সংখ্যা কম হতে হবে। একেবারে রাজ্য সংস্থার প্রতিনিধি ও প্রাক্তনদের মধ্যে সম পরিমান ভোটার থাকা চলবে না। মাত্র ২৫ শতাংশ প্রাক্তন ফুটবলার থাকতে পারবেন ভোটার তালিকায়।
এদিনই ফেডারেশনের রিটার্নিং অফিসার ৬৭ জন ভোটারের তালিকা পেশ করেছেন। সেই তালিকায় দেখা গিয়েছে ৩৬ জন প্রাক্তন ও ৩১ জন রাজ্য সংস্থার প্রতিনিধি রয়েছেন। এতেই ফিফা বেজায় চটেছে। তারা আগেই ফেডারেশনে আদালতের ভূমিকা নিয়ে সন্তুষ্ট নয়। কারণ তারা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানতে চায় না।
ধারাভাষ্য থেকে অবসর নিলেন ইয়ান চ্যাপেল, ৪৫ বছর পর থামছেন অস্ট্রেলিয় কিংবদন্তি
এই নিয়ে বাইচুং ভুটিয়া সাংবাদিক সম্মেলনে আজ জানিয়েছেন, ভোটার তালিকা গঠন হয়েছে, সেটি স্ক্রুটিনি হবে, মিলিয়ে দেখা হবে কারা শেষমেশ ভোট দিতে পারবেন প্রেসিডেন্ট ও কর্মসমিতি নির্বাচনে। তবে তিনি যে প্রাক্তন ফুটলারদের ভোটার তালিকা থেকে কমানো নিয়ে অস্বস্তিতে রয়েছেন, কথায় টের পাওয়া গিয়েছে। পাশাপাশি রাজ্য সংস্থার আধিকারিকরা খুশি হয়েছেন, কারণ তাঁদের অংশগ্রহণ বাড়তে পারে নির্বাচনে।
প্রাক্তন ফুটবলারদের একাংশ চান বাইচুং প্রেসিডেন্ট হোন, কিন্তু দেশের অন্যতম সেরা ফুটবল কিংবদন্তি মনে করেন, তাঁর চেয়েও সিনিয়ররা রয়েছেন ফুটবল জগতে, তাঁরাও প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। তাঁদের নাম বলতে গিয়ে তিনি ব্রুনো কুটিনহো ও আইএম বিজয়নের নাম বলেছেন। কিন্তু তাঁরা যে চলনে-বলনে বাইচুংয়ের থেকে পিছিয়ে রয়েছেন, সেটি বলার অপেক্ষা রাখে না।
সোমবার অবশ্য দিল্লিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক কমিটি অব অ্যাডমিনিস্ট্রের্টসকে (সিওএ) জানিয়েছে, নির্বাচনে তাদের কী ভূমিকা হবে, তারা কী ভাবছে, সেটি জানাতে। সেই মতো ফিফাকে তারা বিষয়টি অবহিত করতে পারবে। কারণ ফিফা যোগাযোগ রেখে চলেছে কেন্দ্র মন্ত্রকের সঙ্গে।