শেষ আপডেট: 20th February 2024 23:57
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরেই উত্তপ্ত সন্দেশখালি। সম্প্রতি এলাকায় নারী নির্যাতনের একাধিক অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে রাজ্যে এসেছে জাতীয় মহিলা কমিশন, শিশু সুরক্ষা কমিশন-সহ একাধিক প্রতিনিধি দল।
রাজ্যের তরফেও ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিতা মহিলাদের বাড়ি বাড়ি ঘুরে তাঁদের বয়ান নথিবদ্ধ করেছিলেন পুলিশ কর্তা পাপিয়া সুলতানা। মঙ্গলবার তাঁর কাঁধে অতিরিক্ত দায়িত্ব দিল রাজ্য পুলিশ।
বর্তমানে এসপি হোমগার্ড পদে রয়েছেন পাপিয়া। এখন থেকে অতিরিক্ত হিসেবে বারাকপুর ১ নম্বর ব্যাটেলিয়নেরও দায়িত্বও দেওয়া হল তাঁকে।
বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান এবং বারাসত রেঞ্জের ডিআইজি সুমিত কুমার জানিয়েছিলেন, পাপিয়া সুলতানা সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলেছেন। চারটি অভিযোগ সামনে এলেও নির্যাতনের কোনও অভিযোগ নেই।
মঙ্গলবারও সন্দেশখালিতে দায়িত্ব সামলাতে দেখা গেছে পাপিয়াকে। ইতিমধ্যে সন্দেশখালির নারী সুরক্ষায় ডিআইজি পদমর্যাদার এক মহিলা পুলিশ আধিকারিকের নেতৃত্বে ১০ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গড়েছে রাজ্য।