এই মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধেই অভিযোগ - ছবি বিজেপির দেওয়া ভিডিও থেকে সংগৃহীত
শেষ আপডেট: 25th October 2024 13:55
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে ঘটনার পর থেকে রাজ্যের পুলিশের ওপর মানুষের ক্ষোভ আরও বেড়েছে। এর মাঝে জয়নগর, কৃষ্ণনগরের ঘটনাও যেন ক্ষোভের আগুনে ঘি দিয়েছে। ফের একবার পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠল। এক মহিলার সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আর এবার অভিযুক্ত এক মহিলা পুলিশ কর্মীই! শিলিগুড়ির একটি ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করেছেন রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, মদ্যপ অবস্থায় অশালীন আচরণ করেছেন ওই মহিলা পুলিশ অফিসার।
বিজেপি নেতা যে ভিডিও শেয়ার করেছে তাতে দেখা যাচ্ছে, শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের পিংক ভ্যান বাহিনীর এক অফিসার অন্য এক মহিলার সঙ্গে 'অসভ্যতা' করছেন। শমীকের দাবি, ওই অফিসার হলেন শিলিগুড়ি পুলিশের এএসআই তানিয়া রায় এবং তিনি মদ খেয়ে ডিউটি করছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে কয়েকজন মহিলার সঙ্গে বচসায় জড়িয়েছেন ওই মহিলা অফিসার। তাঁকে পাশ থেকে অনেকেই মদ্যপ বলছেন। এই অবস্থায় তিনি এক মহিলাকে টেনে ধরে প্রায় চুমু খেতে যাচ্ছিলেন! সঙ্গে সঙ্গে সকলে প্রতিবাদ করে চিৎকার করে ওঠেন।
শমীক এই ভিডিও শেয়ার করে লিখেছেন, ''পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা দেখে মানুষ কেঁপে উঠবে। পশ্চিমবঙ্গের প্রশাসন দারুন চলছে।'' এই পোস্টেই তিনি জানিয়েছেন, এএসআই তানিয়া রায় মদ্যপ অবস্থায় বুধবার একটি জুয়ার ঠেকে হানা দেন। সেখানেই এক মহিলাকে অসংলগ্ন অবস্থায় জড়িয়ে ধরেন। তাঁর এও দাবি, এই মহিলা অফিসারের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় কাজে আসার অভিযোগ এর আগেও উঠেছে। কিন্তু কোনও ব্যবস্থাই প্রশাসনের তরফে নেওয়া হয়নি।
পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা দেখে মানুষ কেঁপে উঠবে।
— Samik Bhattacharya (@SamikBJP) October 24, 2024
শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের পিংক ভ্যান বাহিনী এএসআই তানিয়া রায় মদ্যপ অবস্থায় বুধবার একটি জুয়ার ঠেকে হানা দেন। সেখানেই এক মহিলাকে অসংলগ্ন অবস্থায় জড়িয়ে ধরেন যা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে। বহুবার ওনার বিরুদ্ধে মদ্যপ… pic.twitter.com/f49iSWnQyg
এর আগে অন্য এক থানায় কর্মরত থাকাকালীন তানিয়া রায়ের বিরুদ্ধে একই অভিযোগ ওঠায় তাঁকে 'ক্লোজ' করা হয়েছিল বলে খবর। তারপরই তাঁকে শিলিগুড়িতে দায়িত্ব দেওয়া হয়। এবার এখানেও সেই একই অভিযোগে বিদ্ধ তিনি।