শেষ আপডেট: 29th January 2025 13:42
দ্য ওয়াল ব্যুরো: জিনাতের সঙ্গীকে ঘিরে দক্ষিণবঙ্গের জঙ্গলমহলে ত্রাহি ত্রাহি ত্রাহি রব। সকাল-সন্ধে তো দূরের কথা দিনের বেলাতেও বাঁকুড়ার বারিকুল, ঝাড়গ্রামের বেলপাহাড়ি আর পুরুলিয়ার লাকাই পাহাড় সংলগ্ন এলাকার বাসিন্দারা জঙ্গলে যাওয়ার সাহস দেখাতে পারছেন না।
এবার হাড় হিম করা সেই আতঙ্কের আবহ ফিরল উত্তরবঙ্গের ডুয়ার্সেও। ঘন জঙ্গলে ঘেরা ডুর্য়াসে রয়েছে অসংখ্য হাতি। মাঝেমধ্যেই খাবারের খোঁজে লোকালয়ে ঢুকেও পড়ে দলমার দামালকূল। তবে বুধবার ভোরে যেভাবে একটি রিসর্টের গেট ভেঙে বুনো হাতি হানা দিয়েছে তাতে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।
ডুয়ার্সের মূর্তি এলাকায় রয়েছে একটি বিলাসবহুল রিসর্ট। বুধবার ভোরে সেখানেই হানা দেয় একটি বুনো হাতি। জানা যাচ্ছে, মালদহ শহরের এক বাসিন্দা তার পরিবার পরিজন নিয়ে নিজের ২৫তম ম্যারেজ অ্যানিভার্সারি পালন করতে ডুয়ার্সের মূর্তি এলাকার ওই বিলাসবহুল রিসর্টে ছিলেন।
গেট ভেঙে রিসর্টে ঢুকল বুনো হাতি! #elephant #wildlife #dooars #thewallnews pic.twitter.com/mmVaPO16rk
— The Wall (@TheWallTweets) January 29, 2025
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতভর পার্টি শেষে বুধবার সকালে যখন সকলে মিলে বাড়ি ফিরে যাওয়ার জন্য গেট খুলে রওনা দিতে যাচ্ছিলেন ঠিক সেই সময় ঘটে যায় এই ঘটনা। রিসর্টের গেটে ধাক্কা মারে হাতিটি। গেট ভেঙে ভেতরে ঢুকে যায়। সকলে মিলে চিৎকার করলে ফিরে যায় গরুমারার জঙ্গলে। ঘটনাকে ঘিরে বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।