দীর্ঘ কয়েক বছর নেভিতে অফিসার পদে কর্মরত ছিলেন অনিল। বছর দুয়েক আগে স্ত্রী মারা যান। তারপর সামাজিক সুরক্ষার বার্তা দিতে দুই সন্তানকে নিয়ে বেরিয়ে পড়েন বাড়ি থেকে।
দুই মেয়েকে নিয়ে অনিল চৌহান
শেষ আপডেট: 13 May 2025 16:57
ধর্ষকদের কঠিন শাস্তি হোক। এই বার্তা নিয়ে নাবালিকা দুই কন্যাকে নিয়ে হেঁটে চলেছেন বাবা। গোটা ভারতবর্ষ ঘুরবেন তিনি। শান্তিপুরের ফুলিয়ায় ১২ নম্বর জাতীয় সড়কে দেখা মিলল অনিল চৌহানের। উপকূল শহর দিউতে বাড়ি অনিলের। সেখান থেকে এসে পৌঁছেছেন শান্তিপুরে।
দীর্ঘ কয়েক বছর নেভিতে অফিসার পদে কর্মরত ছিলেন অনিল। বছর দুয়েক আগে স্ত্রী মারা যান। তারপর সামাজিক সুরক্ষার বার্তা দিতে দুই সন্তানকে নিয়ে বেরিয়ে পড়েন বাড়ি থেকে। গত দু বছর তিন মাস ধরে দৈনিক ২৫ কিলোমিটার করে হেঁটে চলেছেন অনিল। রোদ, ঝড়, জল, বৃষ্টিকে উপেক্ষা করেই হাঁটছেন তিনি। লক্ষ্য একটাই। দেশের সব মেয়েরা যাতে সুরক্ষিত থাকে।
তাঁর দুই শিশুর একজন পরে ক্লাস ওয়ানে অন্যজন ক্লাস সিক্সে, রাস্তায় অনলাইনে পড়াশোনা করে শিক্ষার পাঠক্রম নিচ্ছে দুই মেয়ে। বাবারও যেমন ক্লান্তি নেই, তেমনই ক্লান্তিহীন মেয়েরাও। সামনের রাস্তায় যতই বাধাবিঘ্ন আসুক,নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে চান তাঁরা। পূর্ব ভারতের চিন সীমান্ত ছুঁয়ে আপাতত যাত্রা শেষ করতে চান। তবে যে বার্তা দিতে ঘর ছেড়েছেন তা নিয়ে আগামীতেও জারি থাকবে লড়াই জানালেন, অনিল চৌহান।