Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বিমান দুর্ঘটনার কথা আগেই জানান জ্যোতিষী? টুইট ঘিরে শুরু বিতর্ক, 'মানবিক' হতে বলল নেটপাড়াAhmedabad Plane Crash: জীবনযুদ্ধের মাঝপথেই ছাড়তে হল ময়দান, অসমাপ্ত ক্রু সদস্যদের কাহিনিওযুদ্ধেও বাইবেল-কোরান, ইজরায়েলের ‘জাগ্রত সিংহের’ বদলায় ইরানের ‘সাচ্চা ওয়াদা’ কেন?কাজল-অনুব্রতকে নিয়ে আলাদা বৈঠকে ফিরহাদ! ফোন কল বিতর্কের জের নাকি দ্বন্দ্ব মেটানোর উদ্যোগWTC Final: লর্ডসে সেঞ্চুরি করে ব্র্যাডম্যান-গ্রিনিজদের ক্লাবে মার্করাম, তালিকায় একমাত্র ভারতীয় আগারকরশুভাংশুর মহাকাশ অভিযান, নতুন তারিখ জানাল ইসরোAir India Plane Crash: গঠন করা হল উচ্চপর্যায়ের তদন্ত কমিটি, তিন মাসে রিপোর্ট পেশের নির্দেশNEET UG 2025: আজই ফলপ্রকাশ! কীভাবে দেখবেন, কাউন্সেলিংয়ে কেমন করে অংশ নেবেন? জেনে নিনকাশ্মীর পাকিস্তানের, উত্তর-পূর্ব হল নেপাল! ভারতের ভুল ম্যাপ দেখাল ইজরায়েল, পরে চাইল ক্ষমাইজরায়েলি আকাশের রক্ষাকবচ আয়রন ডোম এবং ডেভিড’স ক্ষেপণাস্ত্র বর্মের নাক কেটে দিয়েছে ইরান
Nadia News

সব ধর্ষকের কঠিন সাজা হোক! এই বার্তা দিতেই দুই মেয়েকে সঙ্গে নিয়ে ভারত ভ্রমণে বেরিয়েছেন বাবা

দীর্ঘ কয়েক বছর নেভিতে অফিসার পদে কর্মরত ছিলেন অনিল। বছর দুয়েক আগে স্ত্রী মারা যান। তারপর সামাজিক সুরক্ষার বার্তা দিতে দুই সন্তানকে নিয়ে বেরিয়ে পড়েন বাড়ি থেকে। 

সব ধর্ষকের কঠিন সাজা হোক! এই বার্তা দিতেই দুই মেয়েকে সঙ্গে নিয়ে ভারত ভ্রমণে বেরিয়েছেন বাবা

দুই মেয়েকে নিয়ে অনিল চৌহান

শেষ আপডেট: 13 May 2025 16:57

কাজল বসাক, নদিয়া

ধর্ষকদের কঠিন শাস্তি হোক। এই বার্তা নিয়ে নাবালিকা দুই কন্যাকে নিয়ে হেঁটে চলেছেন বাবা। গোটা ভারতবর্ষ ঘুরবেন তিনি। শান্তিপুরের ফুলিয়ায় ১২ নম্বর জাতীয় সড়কে দেখা মিলল অনিল চৌহানের। উপকূল শহর দিউতে বাড়ি অনিলের। সেখান থেকে এসে পৌঁছেছেন শান্তিপুরে।

দীর্ঘ কয়েক বছর নেভিতে অফিসার পদে কর্মরত ছিলেন অনিল। বছর দুয়েক আগে স্ত্রী মারা যান। তারপর সামাজিক সুরক্ষার বার্তা দিতে দুই সন্তানকে নিয়ে বেরিয়ে পড়েন বাড়ি থেকে। গত দু বছর তিন মাস ধরে দৈনিক ২৫ কিলোমিটার করে হেঁটে চলেছেন অনিল। রোদ, ঝড়, জল, বৃষ্টিকে উপেক্ষা করেই হাঁটছেন তিনি। লক্ষ্য একটাই। দেশের সব মেয়েরা যাতে সুরক্ষিত থাকে।

তাঁর দুই শিশুর একজন পরে ক্লাস ওয়ানে অন্যজন ক্লাস সিক্সে, রাস্তায় অনলাইনে পড়াশোনা করে শিক্ষার পাঠক্রম নিচ্ছে দুই মেয়ে। বাবারও যেমন ক্লান্তি নেই, তেমনই ক্লান্তিহীন মেয়েরাও। সামনের রাস্তায় যতই বাধাবিঘ্ন আসুক,নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে চান তাঁরা। পূর্ব ভারতের চিন সীমান্ত ছুঁয়ে আপাতত যাত্রা শেষ করতে চান। তবে যে বার্তা দিতে ঘর ছেড়েছেন তা নিয়ে আগামীতেও জারি থাকবে লড়াই জানালেন, অনিল চৌহান।


ভিডিও স্টোরি