Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ! শিব সেনা বিধায়কের মারধরের পর লাইসেন্স বাতিল ক্যান্টিনের'মমতার নামে দুর্নীতির মামলা নেই,' দিল্লিতে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে বললেন দিলীপহাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’

কোটায় ছেলেকে দেখতে এসেছিলেন বাবা, ফেরার পথে ফোন পেলেন, ফ্যান থেকে ঝুলছে ছেলে

দ্য ওয়াল ব্যুরো: ছেলের সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিলেন তিনি, আচমকাই বেজে ওঠে ফোন। ফোন ধরতেই তাঁকে জানানো হয়, তাঁর ছেলে আর বেঁচে নেই। আত্মহত্যা করেছে! কান্নায় ভেঙে পড়েন মাঝ রাস্তাতেই। উত্তরপ্রদেশ থেকে আবার কোটায় (Kota Suicide Case Update

কোটায় ছেলেকে দেখতে এসেছিলেন বাবা, ফেরার পথে ফোন পেলেন, ফ্যান থেকে ঝুলছে ছেলে

শেষ আপডেট: 11 August 2023 06:49

দ্য ওয়াল ব্যুরো: ছেলের সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিলেন তিনি, আচমকাই বেজে ওঠে ফোন। ফোন ধরতেই তাঁকে জানানো হয়, তাঁর ছেলে আর বেঁচে নেই। আত্মহত্যা করেছে! কান্নায় ভেঙে পড়েন মাঝ রাস্তাতেই। উত্তরপ্রদেশ থেকে আবার কোটায় (Kota Suicide Case Update) ফিরে যান মণীশ প্রজাপতের বাবা।

বৃহস্পতিবার সকালেই রাজস্থানের কোটায় (Kota) ফের ছাত্র মৃত্যুর ঘটনা সামনে আসে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতি নিতে উত্তরপ্রদেশের আজমগড় থেকে কোটায় এসেছিল চার মাস আগেই। ১৭ বছর বয়সি মণীশের চোখে মুখে তখন ছিল হাসি-খুশি, এমনই জানালেন তাঁর বাবা।

কিন্তু দু'মাসেই সেই চিত্র পাল্টে যায়। 'কোটা ফ্যাক্টরি'র চাপে দিশেহারা হয়ে ওঠে মণীশ। সে কথা বাড়িতে জানিয়েছিল, কিন্তু মণীশের বাবা-মা তখন সে ব্যাপারে আমল দেননি। ভেবেছিলেন, বাড়ি ছেড়ে অতদূরে গিয়ে একা একা থাকছে বলেই মন খারাপ হচ্ছে। আগের দিনই ছেলের সঙ্গে দেখা করতে কোটায় আসেন মণীশের বাবা। তখনওর বুঝতে পারেননি, তাঁর ছেলে এমন চরম পদক্ষেপ করার ভাবনা চিন্তা করছে।

বাড়ি ফেরার পথে মণীশের বাবা বৃহস্পতিবার আটটা নাগাদ বার কয়েক চেষ্টা করেন, কিন্তু কোনও সাড়া না পেয়ে হস্টেলের নম্বরে ফোন করেন। পরে মণীশের আত্মহত্যার খবর দেওয়া হয় তার বাবাকে (Kota Suicide Case Update)।

হস্টেলের কেয়ারটেকার রাকেশই প্রথম মণীশকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর কথায়, মণীশের বাবার ফোন পেয়েই পাঁচতলায় মণীশের ঘরে যান তিনি। দরজায় বার কয়েক টোকা মারলেও কোনও সাড়া মেলে না। তারপর জানলা দিয়ে উঁকি মেরে দেখেন ঘরের ফ্যান থেকে ঝুলছে মণীশ। রাজেশই পুলিশকে খবর দেন।

এই বছরে এই নিয়ে কোটায় মোট ২১ জন ছাত্রের আত্মহত্যার অভিযোগ উঠল। তবে বছর বছরই কোটায় এই মৃত্যু মিছিল লেগে থাকে। গত বছর এই সংখ্যাটা ছিল ১৫। কোটা যেন দিনেদিনে মা-বাবা, পড়ুয়াদের কাছে বিভীষিকা হয়ে উঠছে। ব্যর্থতা, আত্মহত্যার আঁতুড়ঘর হয়ে হয়ে উঠছে কোটা।

আরও পড়ুন: 'টিফিন নিত না, মিড ডে মিল খেতে চাইত', সরল স্বপ্নদীপের অপরাধীদের ফাঁসি চাইছেন মা-বাবা


ভিডিও স্টোরি