ধর্মতলার মঞ্চে তন্ময় বসাক। নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 6th October 2024 16:48
প্রিয়াঙ্কা পাত্র
রবিবার দুপুর ১টা। লালবাজার থেকে ই-মেলের জবাব না আসায় এবার নিজেদের জন্য ধর্মতলায় বায়ো টয়লেট বানানোর কাজে হাত লাগালেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। শুক্রবার রাতে ডোরিনা ক্রসিংয়ে ধর্না মঞ্চ গড়েছেন তাঁরা। রবিবার দুপুরে বৃষ্টির মধ্যে সেই ধর্না মঞ্চে দেখা গেল তন্ময় বসাককে।
একটি বেসরকারি সংস্থার কর্মী তন্ময়ের বাবা এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে ভর্তি। এর আগে স্বাস্থ্য ভবনেও জুনিয়র চিকিৎসকদের বায়ো টয়লেট তৈরিতে সাহায্য করেছিলেন তিনি। এদিনও তাঁকে দেখা গেল, ধর্মতলায় বায়ো টয়লেট নির্মাণে ডাক্তারদের সাহায্য করতে।
পুলিশের ওপর একরাশ ক্ষোভ উগড়ে তন্ময় বলেন, "কলকাতা পুলিশের একটা অনুষ্ঠান হোক, কোনও অডিটোরিয়ামে. সেখানে সবাই থাকবে, এবং কোনও কারণে অডিটোরিয়াম লক হয়ে যাবে। ওরা ২৪ থেকে ৩৬ ঘণ্টা লক হয়ে থাকবে, তখন বুঝতে পারবে টয়লেট না করতে পারলে কতটা কষ্ট হয়!"
খানিক থেমে যোগ করেছেন, "আসলে নিজের গায়ে আগুন না লাগলে অনেকের তো চেতনা হয় না। এরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। আপনারাই দেখুন গাড়িও চলাচল করছে। কারও কোনও অসুবিধা করেনি। অথচ এদের প্রতি পুলিশের কোনও মানবিকতা নেই।"